আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহ উড়ালপুলে চলছে সংস্কার, কেএমডিএর আশ্বাস ভোগান্তি কমবে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পুজোর আগে (Durga Puja) সাধারণ মানুষের যাতায়াত যাতে নির্বিঘ্ন হয়, সেই লক্ষ্যেই সক্রিয় হয়েছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (KMDA)। ইতিমধ্যেই শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ সেতু (Flyover) ও রাস্তার সংস্কারকাজ (Renovation) শেষ হয়েছে। ইএম বাইপাসের ঢালাই ব্রিজ সম্প্রসারণ ও ৪ নম্বর ব্রিজের কাজ শেষ হওয়ার পর এবার শুরু হয়েছে শিয়ালদহ উড়ালপুলের (Sealdah Bridge) রাস্তা মেরামতির কাজ।

গত কয়েক মাসের বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছিল শিয়ালদহ উড়ালপুল। বর্তমানে সেখানে ৫০ মিমি পুরু বিটুমিনাস ম্যাক্যাডাম স্তর দেওয়া হচ্ছে। তার উপর আরও ২৫ মিমি ম্যাস্টিক স্তর বসানো হবে। কেএমডিএ জানিয়েছে, সোমবারের মধ্যেই বিটুমিনাস স্তরের কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

শুধু শিয়ালদহ নয়, শহরের আরও কিছু উড়ালপুল মেরামত করা হয়েছে। এর মধ্যে রয়েছে আলিপুর চিড়িয়াখানার কাছে মা সারদামণি সেতুর দক্ষিণমুখী অ্যাপ্রোচ র‌্যাম্প, জিরাট ব্রিজ এবং জীবনানন্দ সেতুর ক্ষতিগ্রস্ত অংশ। পাশাপাশি বাঘাযতীন রেল ওভারব্রিজের দুই দিকের কাজও শেষ হয়েছে। শুধু রাস্তা নয়, উড়ালপুলগুলির রেলিংয়েও চলছে নতুন রঙের প্রলেপ।

কলকাতার বাইরেও, হাওড়ার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার সংস্কারকাজ জোরকদমে চলছে। বেহাল অবস্থার কারণে দুই চাকার যানবাহন চালকদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছিল বেনারস রোড ও বেলিলিয়াস রোড। ইতিমধ্যেই সেখানে কাজ শুরু হয়েছে। তবে আরও কিছু রাস্তার মেরামতির কাজ অর্থনৈতিক ছাড়ের অপেক্ষায় রয়েছে।

পুজোর কেনাকাটায় যাতে ভিড়ের মধ্যে নাগরিকদের অসুবিধা না হয়, তার জন্য পশ্চিমবঙ্গ পরিবহণ দফতর চালু করতে চলেছে ‘শপিং স্পেশ্যাল’ বাস পরিষেবা। দুর্গাপুজোর প্রায় ১৫ দিন আগে থেকেই এই বিশেষ পরিষেবা চালু হবে।

শনিবার, রবিবার-সহ ছুটির দিনে দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই বাস। মূলত কেনাকাটার সময় ভিড়ে যাত্রীদের সমস্যায় পড়া থেকে রক্ষা করতেই উদ্যোগ। এছাড়া পঞ্চমী থেকে নবমী পর্যন্ত চালানো হবে বিশেষ নাইট বাসও।

অর্থাৎ, কেনাকাটা থেকে শুরু করে প্যান্ডেল হপিং—সব ক্ষেত্রেই যাতে মানুষ নির্বিঘ্ন যাতায়াত করতে পারেন, সেই ব্যবস্থাই নিচ্ছে প্রশাসন।

See also  নববর্ষের সকালে দুয়ারে সি বি আই

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি