আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ধার্মিক চোর! দোকানের ক্যাশবাক্স সাফ, কিন্তু ভগবদগীতার পাতায় গুঁজে গেল ৫০ টাকা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

চুরি করাকে মহাপাপ বলা হয়—এ কথা সব ধর্মেই প্রচলিত। কিন্তু সেই পাপের ভয় যে চোরেদের মনেও কখনও কাজ করে, তার এক অভিনব উদাহরণ মিলল পূর্ব বর্ধমানের কালনার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায়।

বুধবার গভীর রাতে যাদব সাহার ফলের দোকানসহ একাধিক দোকানে চুরি হয়। ক্যাশবাক্সে থাকা নগদ টাকা আর খুচরো পয়সা চোরেরা নিয়ে গেলেও অদ্ভুতভাবে অক্ষত রাখা হয়েছে দোকানে থাকা ভগবদগীতা বইটি। বরং সেই গীতার পাতার মাঝখানে দোকান থেকেই নেওয়া ময়লা একটি ৫০ টাকার নোট গুঁজে রেখে গিয়েছে চোর।

বৃহস্পতিবার দুপুরে দোকানের সামনে দাঁড়িয়েই যাদব সাহা বলেন,
“সব টাকা নিয়ে গেছে। কিন্তু আমি প্রতিদিন যে গীতা পাঠ করি, সেই বইটিতে হাত দেয়নি। উল্টে তার পাতার মধ্যে ৫০ টাকা ঢুকিয়ে রেখে গেছে। মনে হচ্ছে চোরটাও হয়তো বুঝেছে চুরি মহাপাপ, তাই গীতার প্রতি শ্রদ্ধা দেখিয়ে এই কাজ করেছে।”

চোরের এই ‘ধার্মিক আচরণ’ এখন কালনা জুড়ে আলোচনার বিষয়। স্থানীয়দের ভাষায়— “চোর তো অনেক দেখেছি, কিন্তু এমন ধার্মিক চোর সত্যিই বিরল!”

এদিকে একই রাতে ধারাবাহিক চুরির ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে ব্যবসায়ী মহলে। ঘটনায় পুলিশ তদন্তে নেমেছে। কালনা মহকুমা পুলিশ আধিকারিক (SDPO) রাকেশ চৌধুরী বলেন, “বুধবার রাতে পূর্বস্থলী ও কালনার বেশ কয়েকটি এলাকায় চুরি হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। খুব শিগগিরই দোষীরা ধরা পড়বে।”

See also  ভয়ঙ্কর পথদুর্ঘটনায় দুই চালকসহ মৃত চার

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি