শারদোৎসবের আমেজে ভরপুর গোটা বাংলা। আসছে রবিবারই মহালয়া, দেবীপক্ষের সূচনা। উৎসবের আগে শেষ রবিবার হওয়ায় ডবল ছুটির আনন্দে শহরজুড়ে ভিড় বাড়বে বলেই ধারণা। সেই কথা ভেবেই মহালয়ার দিন অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলবে ১৮২টি মেট্রো। সাধারণত রবিবারে এই সংখ্যা থাকে ১৩০। বিশেষ দিনে যাত্রীদের সুবিধার্থে সকাল ৬টা ৫০ মিনিট ও ৬টা ৫৫ মিনিট থেকে মেট্রো চালানো হবে বলে বৃহস্পতিবার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে খুশি নিত্যযাত্রী থেকে উৎসবপ্রেমীরা।
কলকাতা মেট্রোর বিজ্ঞপ্তি অনুযায়ী, মহালয়ার দিন ২১ সেপ্টেম্বর দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রুটে আপ ও ডাউনে ৯১ জোড়া, অর্থাৎ মোট ১৮২টি মেট্রো চলবে। অন্য রবিবারের তুলনায় এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি। সাধারণত রবিবার সকাল ৯টা ৫০ মিনিটের আগে প্রান্তিক স্টেশন থেকে ট্রেন মেলে না। তবে মহালয়ার দিন সকাল ৬টা ৫০ মিনিটে দক্ষিণেশ্বর ও নোয়াপাড়া থেকে মেট্রো শুরু হবে। দমদম থেকেও প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৫৫ মিনিটে।

একইসঙ্গে মহানায়ক উত্তমকুমার স্টেশন থেকে প্রথম মেট্রো মিলবে সকাল ৬টা ৫৫ মিনিটে এবং শহিদ ক্ষুদিরাম থেকে সকাল ৬টা ৫৪ মিনিটে। দিনের শেষ ট্রেনের সময়সূচি অপরিবর্তিত থাকছে। ফলে মহালয়ার দিন যাত্রীদের দীর্ঘ অপেক্ষা করতে হবে না, দ্রুত গন্তব্যে পৌঁছতে নিশ্চিন্তে ভরসা করা যাবে মেট্রো পরিষেবায়।