আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

খণ্ডঘোষ ব্লকের উখরিদে দত্ত পরিবারের ভগ্নপ্রায় শিব মন্দির পুনঃনির্মাণ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
নিজস্ব প্রতিনিধি ( উখরিদ ) :-
ণ্ডঘোষ ব্লকের উখরিদে দত্ত পরিবারের ভগ্নপ্রায় শিব মন্দির পুনঃনির্মাণ করা হলো। দত্ত পরিবারের গিরিশচন্দ্র দত্ত নামে এক সদস্য এই মন্দিরের নির্মাণ করেছিলেন।তার পর থেকে বংশানুক্রমে নিত্তসেবা থেকে রক্ষণাবেক্ষণ চলে আসছে। কিন্তু বর্তমানে তাদের আর্থিক অবস্থা  শিথিল হয়ে পড়ার কারণে মন্দির টি পুনঃনির্মাণের কাজ হইনি।
ছবি :- মৌসম দত্ত
খণ্ডঘোষের উখরিদ গ্রামের বাসিন্দা এবং সমাজসেবী শ্রী শ্যামসুন্দর সেন মহাশয় নামে এক ব্যক্তি এই মন্দিরটির পুনঃনির্মাণের সব রকম দায়িত্ত নিয়েছেন এবং সম্পন্ন করেছেন। এর আগেও তিনি অনেক মন্দির তৈরি করেছেন বলে জানা যায়। শুধু মন্দির তৈরি নয়, ইসলাম ধর্মাবলম্বীদের মাজার এ তিনি দান করেন বলে জানিয়েছেন মধুসূদন দত্ত নামে ওই দত্ত পরিবারের বর্তমান এক সদস্য।
ছবি :- মৌসম দত্ত
বিপদে আপদে সময়ে অসময়ে সর্বক্ষণ মানুষের পাশে দাঁড়ানোর কথা বললেন শ্যামসুন্দর বাবু। এছাড়া দত্ত পরিবারের সদস্য রা তার জনৈক আত্মীয় বলে জানা গিয়েছে । তিনি বলেন দত্ত পরিবারের এক সদস্য সম্পর্কে ওনার দাদা এই শিব মন্দির পুনঃনির্মাণ এর জন্য বলেছিলেন। 

 

             

 

 

See also  প্রথমবার জাতীয় পতাকা উত্তোলন করেই অবমননা খণ্ডঘোষের সিপিএম পার্টি অফিসে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি