করোনা আতঙ্কে মানুষ যখন ভীত সন্ত্রস্ত। করোনা রোগি বা জ্বর সর্দি কাশি উপসর্গ দেখা দিলেই বহু এলাকায় সেইসব মানুষদের প্রতি একশ্রেণীর প্রতিবেশী যখন ঘৃনার চোখে দেখছে, তাদের প্রতি ঘটছে সামাজিক ও মানসিক নির্যাতন। করোনা রোগের থেকেও করোনা আবহে এইরূপ নানা সামাজিক ব্যাধি ও অন্ধ সংস্কার এই অতিমারি লড়াই আরো কঠিন করে তুলছে।
সেই সময় করোনা চিকিৎসাকেন্দ্রগুলিতে চিকিৎসায় নিয়োজিত ব্যাক্তিরা জীবন তুচ্ছ করে মানুষকে বাঁচানোর লড়াই লড়ছে।
সেই ভাবনাকে অবলম্বন করেই কোলাঘাট নতুন বাজারের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সংকেত আজ পূর্বমেদিনীপুর জেলা চন্ডিপুর মাল্টি স্পেশালিটি হসপিটালের পঞ্চান্নজন চিকিৎসক, নার্স ও কর্মীদের সম্মান ও শুভেচ্ছা জানালো। প্রত্যেককে ত্রিবর্ণ রঞ্জিত উত্তরীয়, চন্দনের ফোঁটা , ফুলের তোড়া সহ সবার হাতে সুদৃশ্য স্মারক তুলে দেওয়া হয়।
সম্মাননা সভায় উপস্থিত জেলার স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পার্থ প্রতিম দাস বলেন “করোনা যুদ্ধে নিয়োজিতদের জন্য এই উদ্যোগ খুবই উৎসাহব্যঞ্জক। তারা আরো অনুপ্রাণিত হবে। এর সাথে মানুষকে সচেতন করে তুলতে আরো অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থা এবং সর্বস্তরের মানুষের এগিয়ে আসা উচিত।
উদ্যোগি সংস্থার পক্ষে অসীম দাস ,-
দেবতা এখন মন্দিরে নয়, এই সময়ের জীবন্ত দেবতারা এখন হাসপাতালে মানুষের বাঁচানোর জন মরণপণ লড়াই করছে, আমরা আমাদের সংস্থার পক্ষে সেই দেবতাদের শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাতে পেরে তৃপ্ত হলাম। আগামীদিনে জেলার বাকি করোনা হাসপাতাল গুলিতেও অনুরূপ কর্মসূচির উদ্যোগ নেব।
আরো পড়ুন-চাইল্ড লাইন ও মঙ্গলকোট থানার পুলিশের উদ্যোগে নাবালিকা ফিরে গেল তার বাড়ি