আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

স্বাস্থ্য দপ্তরে চাকারি দেবার নামে প্রতারণা কাণ্ডে আরও একজনকে গ্রেফতার করলো রায়না থানার পুলিশ ।

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
বাবু সিদ্ধান্ত বর্ধমান ২৪ জুলাই
স্বাস্থ্য দপ্তরে চাকরি করে দেওয়ার নামে প্রতারণার ঘটনায় পুলিশ আরও একজনকে গ্রেফতার করলো । ধৃতের নাম প্রশান্ত সিংহ ।
পূর্ব বর্ধমানের গলসি থানার খামার গ্রামে তার বাড়ি । বৃহস্পতিবার বিকালে অভিযান চালিয়ে রায়না থানার পুলিশ গলসি বাজার এলাকা থেকে তাকে ধরে। স্বাস্থ্য দপ্তরে চাকরি দেবার না প্রতারণার ঘটনায় এই নিয়ে ৭ জনকে গ্রেফতার করলো রায়না থানার পুলিশ ।

পুলিশ জানিয়েছে , ধৃত প্রশান্তর কাছথেকে দুটি পলিথিন প্যাকেটে ভরে রাখা কয়েকজন চাকরি প্রার্থির বায়োডাটা উদ্ধার হয়েছে। প্রতারণা কাণ্ডে ধরা পড়ে পুলিশ হেপাজতে থাকা বিশ্বনাথ দে-কে সঙ্গে নিয়ে প্রশান্ত সিংহর বাড়িতেও তল্লাশি চালানো হয় । তল্লাশিতে মেলে ২০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন । পুলিশ সেগুলি বাজেয়াপ্ত করেছে । শুক্রবার ধৃত প্রশান্ত সিংহকে পেশ করা হয় বর্ধমান আদালতে ।তদন্তের প্রয়োজন ধৃতকে ৭ দিন পুলিশ হেপাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় তদন্তকারী অফিসার। সিজেএম রতন কুমার গুপ্তা ধৃতকে ৫ দিন পুলিশি হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন ।

স্বাস্থ্য দফতরে চাকরি করে দেবার নামে খণ্ডঘোষের উডয়কৃষ্ণপুরের যুবক নাসিরুদ্দিন মল্লিকের কাছ থেকে ৫ লক্ষ টাকা হাতিয়ে নেয় প্রতারকরা।প্রতারণার ঘটনা বিষয়ে নাসিরুদ্দিন মল্লিক রায়না থানায় অভিযোগ দায়ের করে । দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে রায়না থানার পুলিশ তদন্তে নামতেই জালে ধরা পড়ছে প্রতারণা চক্রের একের পর এক পাণ্ডা ।
See also  দুয়ারে সরকার সম্পর্কে কিছু তথ্য

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি