কৃষ্ণ সাহা
বর্ধমানের একটি বেসরকারি শিশু হাসপাতালে জন্ম নিল তিন কন্যাসন্তান। এটি খুবই বিরল ঘটনা। শিশুরা অনেক ঝুঁকি সামলে বৃহস্পতিবার বাড়ি গেল। তারা ও প্রসুতি সবাই এখন সুস্থ আছে।
কলকাতার বড় হাসপাতালে বা কর্পোরেট চিকিৎসাকেন্দ্রে এই ধরণের প্রসব সম্ভব। কিন্তু একটি মফস্বল শহরে একটি ছোট শিশু হাসপাতাল তাদের আধুনিক পরিষেবা দিয়ে এই অসাধ্য-সাধন করেছে।
হাসপাতালের চিকিৎসক ডাঃ আশরাফুল মির্জা জানান;গত ১৫ তারিখে এই দম্পতি তাদের কাছে আসেন। তাদের চিকিৎসক হঠাৎ বাইরে থাকায় তারা খুবই সমস্যায় পড়েন। এই ধরণের শিশুদের ট্রিপলেট বলা হয়। প্রতি দশ হাজারে একটি এমন ঘটনা ঘটে। আবার তিনটি কন্যসন্তানের জন্ম একটু বিরল। তিনি জানান; তারা সংঙ্গেসঙ্গেই সব ব্যবস্থা নেন। প্রসুতির শ্বাসকষ্ট যাতে না হয় তার ব্যবস্থা করা হয়। রাত ১০ টার পর ক্রমান্বয়ে তিন কন্যা সন্তানের জন্ম হয়। তাদের শ্বাসকষ্ট শুরু হলে আধুনিক সি-প্যাপ পদ্ধতি কাজে লাগানো হয়। এরপর শিশুদের জন্ডিস সহ আরো কিছু সমস্যা হয়।
প্রত্যেকেই কম ওজনের থাকায় দ্রুত সব ব্যবস্থা নেওয়া হয়। শিশুরা দ্রুত উন্নতি করেছে। এখন তাদের কোনো সমস্যা নেই। খাওয়াদাওয়া স্বাভাবিক। তাদের আজ বাড়ি যাবার পালা। তাদের মা ও সুস্থ আছেন।
অন্যদিকে শিশুদের মা চেতনা মুখার্জি জানান; তারা খুব খুশি। তারা কন্যাসন্তান চেয়েছিলেন। বাড়ির সবাই খুব খুশি। আস্তে আস্তে তিনিও ধকল সামলে উঠছেন। অন্যদিকে শিশুদের বাবা সুপ্রিয় হাজরা জানান; মফস্বলে যে এই কাজ সম্ভব তা তারা ভাবেন নি।তারা প্রথমে খুবই চিন্তায় পড়ে গিয়েছিলেন।এখন চিন্তামুক্ত।