সন্ত্রাসবাদী মুনিরকে ধরতে গিয়ে নিজের ইগো ভুলে একত্রিত হয়েছেন সংযুক্তা ও পঙ্কজ। বন্দুকের গর্জন ও মারকাটারি অ্যাকশনের মাঝেও থাইল্যান্ডের সমুদ্র সৈকতে রোম্যান্সে মগ্ন ‘রক্তবীজ ২’-এর দুই পুলিশ অফিসার। নীল বিকিনিতে ‘তন্দ্রাহরণী’ মিমি চক্রবর্তী, আর তাঁর ‘চোখের নীলে’ হারিয়ে যাওয়া আবির চট্টোপাধ্যায়। নতুন গানের ঝলক প্রকাশ্যে আসে মঙ্গলবার, যা নেটদুনিয়ায় ঝড় তুলেছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের।
জুলাই মাসে মিমি বিকিনি লুকে মাত দিয়েছেন, যা দেখে অনুরাগীরা মন্তব্য করেছিলেন, “বলিউডের দীপিকা-কিয়ারা থাকলে টলিউডের আছেন মিমি।” সেসময় জানা গিয়েছিল, ‘রক্তবীজ ২’-এর এক গানের দৃশ্যে মিমির উষ্ণ অবতার দেখানো হবে। মঙ্গলবার সেই প্রতীক্ষিত গান ‘চোখের নীলে’র ছোট ঝলক প্রকাশ্যে এলে সোশাল মিডিয়া একবারে মাতোয়ারা হয়ে যায়। গানের নামেই ফাঁস হয় মিমির নীল বিকিনি রহস্য।

কয়েক দিন আগে ‘ও বাবুর মা’ গান প্রকাশ্যে আসে, যেখানে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় দুই বাংলার মানুষকে মিলিয়ে দেন। ‘রক্তবীজ’ সিক্যুয়েলের পরবর্তী গান ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেও না…’ ইতিমধ্যেই দর্শক-শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে। নুসরত জাহানের আইটেম ডান্সও রাজ্যজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে।
গত মঙ্গলবার ‘দিওয়ানা বানাইসেন’-এ আবার অঙ্কুশ ও কৌশানীর রোম্যান্সের ঝলক দেখা যায়। মুনীর-আয়েশার ভাবভালোবাসা দেখে দর্শকরা আগ্রহী। এবার নতুন গান ‘চোখের নীলে’ দেখিয়ে আবির ও মিমির রঙিন রোম্যান্স নেটদুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে। বক্স অফিসে ‘রক্তবীজ’ সিক্যুয়েল পুজোর মরশুমে দখল নেবে, সে ব্যাপারে দর্শক-অনুরাগীদের উন্মাদনা ইতিমধ্যেই বোঝা গেছে।