আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

করোনা পরিস্থিতিতে আসানসোলে চাহিদা নেই রাখীর

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

সৌমিত্র গাঙ্গুলী

রোনা পরিস্থিতিতে আসানসোলে চাহিদা নেই রাখীর ৷ আগামী ৩ আগষ্ট রাখী পূর্ণিমা ৷ হিন্দি বলয়ের মত না হলেও বাংলায় রাখী উৎসবের এক নিজস্ব ঐতিহ্য আছে ৷ তবে এই বছর করোনা সংক্রমণে দীর্ঘ লকডাউন পেরিয়ে আনলক থ্রি পর্যায়ে বর্তমানে নতুন করে সাপ্তাহিক লকডাউন শুরু হয়েছে ৷ এই পরিস্থিতিতে বাংলার সৌভ্রাতৃত্বের উৎসবেও নেই খুশির জোয়ার ৷ তাই অন্যান্য বছরের মত এই বছর আসানসোল বাজার ঘুরে দেখা গেল রাখীর চাহিদা নেই ৷ বাজারে মন্দার পরিস্থিতি অনুমান করেই দোকানদারেরাও নতুন রকমের রাখী মজুতের উৎসাহ দেখাননি ৷

 

তবে দোকানদারেরা ব্যবসার ক্ষেত্রে সব চেয়ে বড় সমস্যা বলেছেন, প্রশাসনিক নির্দেশে সপ্তাহে দুদিন লকডাউনের সাথে অন্যান্য দিনে বাজার ও দোকান খোলার সময়সীমা বেঁধে দেওয়া ৷ পশ্চিম বর্ধমান জেলায় বর্তমানে প্রশাসন সূত্রে বাজার খোলা ও বন্ধের সময় (সকাল ৮ থেকে দুপুর ১ টা) বেঁধে দেওয়া হয়েছে ৷ এই পরিস্থিতিতে ক্রেতাদেরও বাজারে বিশেষ দেখা নেই ৷ তবে একেবারে হাল ছাড়তে নারাজ দোকানদারেরা ৷ রাখীর আগে শেষ দুদিন অন্তত লকডাউন নেই ৷ তাই শনিবার ও রবিবারের দিকে তাকিয়ে আছেন অনেকেই

See also  হায়দরাবাদ কাণ্ডের দোষীদের দ্রত শাস্তির দাবিতে বর্ধমানে ধর্ণায় বসলো সদ্য দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ যুবক

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি