সৌমিত্র গাঙ্গুলী
করোনা পরিস্থিতিতে আসানসোলে চাহিদা নেই রাখীর ৷ আগামী ৩ আগষ্ট রাখী পূর্ণিমা ৷ হিন্দি বলয়ের মত না হলেও বাংলায় রাখী উৎসবের এক নিজস্ব ঐতিহ্য আছে ৷ তবে এই বছর করোনা সংক্রমণে দীর্ঘ লকডাউন পেরিয়ে আনলক থ্রি পর্যায়ে বর্তমানে নতুন করে সাপ্তাহিক লকডাউন শুরু হয়েছে ৷ এই পরিস্থিতিতে বাংলার সৌভ্রাতৃত্বের উৎসবেও নেই খুশির জোয়ার ৷ তাই অন্যান্য বছরের মত এই বছর আসানসোল বাজার ঘুরে দেখা গেল রাখীর চাহিদা নেই ৷ বাজারে মন্দার পরিস্থিতি অনুমান করেই দোকানদারেরাও নতুন রকমের রাখী মজুতের উৎসাহ দেখাননি ৷