নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের বাবরকপুর ক্যানেলপুল এলাকায় বর্ধমান–আরামবাগ ৭ নম্বর রাজ্য সড়কের পাশে আজ, বুধবার ২৬শে নভেম্বর, কেজি এন মার্বেল গ্রুপের নতুন শোরুম ‘RAK সেরামিক্স’-এর উদ্বোধন অনুষ্ঠিত হলো। হুগলি জেলার পর এবার বৃহৎ আকারে পূর্ব বর্ধমানের মানুষদের জন্য এই আন্তর্জাতিক মানের টাইলস ব্র্যান্ড হাজির হলো নতুন সাজে ও নিত্যনতুন মডেল নিয়ে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন RAK সেরামিক্সের ডিজিএম সুকান্ত মুখার্জি, এজিএম শুভাশিস চৌধুরী, এসএম সপ্তর্ষি ঠাকুরদা। পাশাপাশি ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী ও সেহারাবাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক হাজী কুতুব উদ্দিন।
কেজি এন মার্বেল গ্রুপের কর্ণধার আলহাজ্ব শেখ সিরাজুল হক ও আলহাজ্ব শেখ সাকির হোসেন, এম এ মডেল মাদ্রাসার চেয়ারম্যান তথা প্রবীণ সমাজসেবী আলহাজ্ব সেখ মুজিবুল হক-এর উপস্থিতিতে অনুষ্ঠান আরও বর্ণময় হয়ে ওঠে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী আশরাফ আলী, বিশিষ্ট সাংবাদিক সফিকুল ইসলাম, সেখ সামসুদ্দিন, রেজাউল ইসলাম মন্ডল, আইনজীবী শেখ মিরাজ হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও ধর্মীয় আলেমগণ।

উদ্বোধনের আগে অনুষ্ঠিত হয় দোয়ার মাহফিল, যেখানে অংশ নেয় বাড়িশালি মাদ্রাসার কচিকাঁচারা। কেজি এন মার্বেল গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্ধমান জেলার মানুষের চাহিদাকে মাথায় রেখে এখানে RAK সেরামিক্সের নানান ধরনের টাইলস ও মডেল এক ছাদের নিচে পাওয়া যাবে।
RAK সেরামিক্সের বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে—
তাপমাত্রা শোষণ ক্ষমতা
অ্যান্টি-স্কিড বা পিছলে পড়া রোধ
দাগ প্রতিরোধী সারফেস
টেকসই ও মানসম্পন্ন ডিজাইন
শোরুম কর্তৃপক্ষের দাবি, এই অঞ্চলের ক্রমবর্ধমান নির্মাণ ও ইন্টেরিয়র ডেকোরেশনের বাজারে নতুন মানদণ্ড স্থাপন করবে বাবরকপুরের এই RAK সেরামিক্স শোরুম।








