আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

অবশেষে রাজেশের শেষকৃত্য সম্পন্ন হল আজ

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
সৌগত মন্ডল  ( মহম্মদ বাজার ) :-
লাদাখে চীন ভারতের সংঘর্ষে নিহত হন ভারতীয় কুড়ি জন সেনা। তাদের মধ্যে বীরভূমের ছিলেন রাজেশ ওরাং। নিহতোর পর আজ তিন দিন পর কফিন বন্দি দেহ ফিরলো রাজেশের বাড়িতে। গতকাল অর্থাৎ ১৮জুন তারিখে সন্ধ্যের আগে আসার কথা ছিল কফিনবন্দি দেহ। কোন কারণবশত কালকে দেহ আসেনি।

আজ সকালে পানাগড় থেকে স্থলপথ দেহ ফিরে নিজের বাড়িতে অর্থাৎ মোহাম্মদ বাজার থানা বেলঘড়িয়া গ্রামে । এদিন সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার স্বেচ্ছাসেবক এবং গ্রামবাসীরা তার বাড়িতে আসেন এবং আমাদের বীর সৈনিক রাজেশ কে শ্রদ্ধা জ্ঞাপন করেন ।

 

 

See also  কৃষিবিলের সমর্থন ও বিরোধীতার আন্দোলনে সবপক্ষের হাতিয়ার গরু-মোষ ও লাঙল

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি