আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

লাদাখের ভারত-চীনে সেনা সংঘর্ষে শহিদ বীরভূমের বীরসন্তান রাজেশ ওরাং

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
সৌগত মন্ডল ( মহম্মদ বাজার ) :-
রাজেশের আর শহরে বাড়ি করা হলো না, রাজেশের ইচ্ছে ছিল মা-বাবা পরিবারকে নিয়ে শহরে বাড়ি করার অর্থাৎ গ্রামে থাকতে তার ভালো লাগেনা । অসমাপ্ত থেকেই গেলো, শহরে যাওয়া।
গতকাল ,ভারত ও চীন সেনার সংঘর্ষে শহীদ বীরভূমের রাজেশ ওরাং |কান্নায় ভেঙ্গে পড়লেন পরিবার পরিজন ও গ্রামবাসীরা | এএনআই সূত্রে জানাগেছে, ভারতীয় সেনাবাহিনীর অন্তত ২০ জন সেনা শহীদ হয়েছেন ওই সীমান্তের সংঘাতে। ২০১৫ সালে ভারতীয় সেনায় যোগদান |
রাজেশের শহীদ হওয়ার খবর পেয়েই ভেঙ্গে পড়েছেন পরিবার, পরিজন থেকে শুরু করে গ্রামবাসীরা | ছেলে শহীদ হয়েছে, তাই একবার শেষ বারের মতো ছেলেকে দেখতে চান মা বাবা ও বোন শকুন্তলা।পাড়ার বীরসন্তানের শহিদ হওয়ায় শোকস্তব্ধ এলাকা।
See also  সুস্বাদু ও মুখরোচক হাঁসের মাংসের রেসিপি!

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি