রায়না এক নম্বর তৃণমূল কংগ্রেসের নির্দেশে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল সংঘটিত হলো মোগলমারী গ্রামে। 6 থেকে 13 ই জুলাই পর্যন্ত পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি এবং রান্নার গ্যাসের দাম বৃদ্ধির কারণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা নির্দেশ দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিনের পর দিন পেট্রোপণ্যের দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবন ও জীবিকা চালানো সম্ভবপর হয়ে উঠছে না।
কর্মসংস্থানের অভাব থাকায় রান্নার গ্যাস এবং পেট্রোল ডিজেল জোগাতে কার্যত বিপদে পড়তে হয়েছে স্বাভাবিক জনজীবনকে। তাই মোগলমারি গ্রামের কয়েকশ মানুষ আজকের এই মিছিলে উপস্থিত হয়ে পেট্রোপণ্য এবং রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ জানালো। মোগলমারি গ্রামের তৃণমূল কংগ্রেস সভাপতি সহ সভাপতি, পঞ্চায়েত সদস্য সহ উচ্চ স্থানীয় নেতা নেতৃবৃন্দ মিছিলে নেতৃত্ব দিলেন বলে জানিয়েছেন রায়না পঞ্চায়েত সমেতির সহ-সভাপতি আনোয়ার আলী।