সোমবার রাতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে 6 জন ব্যক্তিকে গ্রেপ্তার করল রায়না থানার পুলিশ সেহারা বাজার বুজরুকদিঘি মোড় এলাকার একটি বাড়ি থেকে জুয়া খেলার সময় তাদের গ্রেপ্তার করা হয় ।
ধৃতদের কাছ থেকে চারটি মোবাইল নগদ 15 হাজার টাকা ও দুটি বাইক উদ্ধার করা হয়েছে ।ধৃতদের নাম কাজী মীরজাফর সিরাজুল মল্লিক সাবির মল্লিক সেকেন্দার মল্লিক জসিম উদ্দিন শাহ নাসির শাহ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের গ্রেপ্তার করে মঙ্গলবার বর্ধমান আদালতে পেশ করা হয়েছে।