গতকাল অর্থাৎ সোমবার রাতে আদিবাসী উৎসবের শুভ উদ্বোধন করলেন রায়নার বিধায়িকা তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা। প্রতি বছরের ন্যায় এই বছরও রায়নার পলাশন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রামবাটি গ্রামে মা সিদ্ধেশ্বরী পুজো উপলক্ষে বিশাল অনুষ্ঠান আয়োজন হয় ওই গ্রামে। রামবাটী আদিবাসী পাড়ায় বিগত ৮ বছর ধরে সিদ্ধেশ্বরী মায়ের পুজোকে কেন্দ্র করে আদিবাসী উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে।
এ পূজাকে কেন্দ্র করে সকলে একত্রিত হয় পূজার স্থলে। এই উৎসবের আদিবাসী সম্প্রদায়ের মা বোনদের সঙ্গে নৃত্য পরিবেশন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন বিধায়িকা শম্পা ধারা। পাশাপাশি তিনি এও জানান যে, আদিবাসী এলাকায় আর্সেনিকমুক্ত পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে সব জায়গায়। আগামী দিনে এই মেলার শ্রীবৃদ্ধি কামনা করি এবং আমাদের সরকার সব সময় আদিবাসী ভাই ও বোনেদের পাশে আছে।