চোলাই মদসহ দুই ব্যক্তি গ্রেপ্তার রায়নার বালাগর বাজারে। পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত রায়নার বালাগর বাজারে চোলাই মদ বিক্রি করতে গিয়ে রায়না থানার পুলিশের জালে জড়িয়ে পড়লে দুই ব্যক্তি।
ওই দুই ব্যক্তি হলেন নিস্কর মালিক বয়স 36 বছর এবং রতন মাঝি বয়স 45 বছর। এদিন ওই দুই ব্যক্তির কাছ থেকে সব মিলিয়ে মোট 30 লিটার চোলাই মদ উদ্ধার করেছে রায়না থানার পুলিশ।
একই সঙ্গে আজ রায়নার শ্রীধর থেকে চোলাই মদসহ গ্রেপ্তার করা হয়েছে এক ব্যক্তি কে। ওই ব্যক্তির নাম প্রশান্ত মালিক, বয়স ২৯ বছর। তার বাড়ি সেহারা অঞ্চলে।
তার কাছ থেকে মোট ২০ লিটার মদ উদ্ধার করা হয়েছে। মোট ৫০ লিটার চোলাই মোদ উদ্ধার করেছে পুলিশ। আজ মোট ৩ চোলাই মদের কারবারীদের বর্ধমান আদালতে পেশ করেছে রায়না থানা পুলিশ।