কৃষ্ণ সাহা , কৃষকসেতু নিউজ বাংলা:-
সেহারা বাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে সেহারা বাজার রহমানিয়া আল-আমিন মিশন প্রাঙ্গণে প্রায় 150 টি গ্রামে বস্ত্র বিতরণের কর্মসূচি গ্রহণ করা হলো। প্রতিবছর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দুস্থ মানুষদের হাতে পবিত্র ঈদ উৎসবের আগে নতুন বস্ত্র তুলে দেয় সেহারাবাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট।
তবে শুধুমাত্র বস্ত্র বিতরণ নয় প্রাকৃতিক দুর্যোগ বা বন্যার সময় ত্রাণ সামগ্রী বিতরণ করে থাকে এই ট্রাস্ট । নেপালের ভূমিকম্পের সময় ট্রাস্টের সম্পাদক হাজী কুতুব উদ্দিন সহ সেহারা বাজার রহমানিয়া ওয়েলফেয়ার সেহারা বাজার রহমানিয়া আল-আমিন মিশনের সহ সভাপতি সফিকুল ইসলাম সেখানে পৌঁছে গিয়ে, প্রায় পাঁচ লক্ষ টাকা নিয়ে ভূমিকম্পে বিধ্বস্ত মানুষগুলোর পাশে দাঁড়িয়েছিলেন। এছাড়াও সাপের কামড়ে, বাজ পড়ে কিংবা অপঘাতে মৃত্যু হয়েছে এমন ব্যক্তির পরিবারের পাশে দাঁড়াই এই ট্রাস্ট। করোনা আবহে সবথেকে বড় স্বাস্থ্য শিবির করেছিল এই ট্রাস্ট।
ট্রাস্ট এর কাছে বহু মানুষ সাহায্য পৌঁছে দেন। আর্থিক দিক থেকে এবং বিভিন্ন দিক থেকে সহায়তা করে এই সেহারা বাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের মধ্য দিয়ে সমাজ সেবায় অংশগ্রহণ করেন। তবে গরিব মানুষকে সহায়তা করে সেই ছবি ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় বিশ্বাসী নয় এই ট্রাস্ট। শুধুমাত্র ভলেন্টিয়ার হিসেবে যারা কাজ করেন তাদের ছবি পোস্ট করা হয়। আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সেহারা বাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট এর সভাপতি হাজী বদরুল আলম, বিশিষ্ট শিক্ষক সমীর মন্ডল, ট্রাস্টের অন্যতম কর্মকর্তা হাজী কাশেম চৌধুরী,সেহারা বাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট ও সেহারা বাজার রহমানিয়া আল-আমিন মিশনের সহ সভাপতি মোল্লা সফিকুল ইসলাম দুলাল, সহ রাষ