আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মুম্বইয়ের নেতৃত্ব থেকে সরে গেলেন রাহানে, কিন্তু শ্রেয়স এখনও অধিনায়কত্ব পাননি! বিষয়টি ঘিরে উত্তপ্ত আলোচনা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

গত দু’মরশুম ধরে মুম্বই রাজ্য দলের অধিনায়ক ছিলেন অজিঙ্ক রাহানে। তিনি সম্প্রতি নেতৃত্ব থেকে ইস্তফা দিয়েছেন এবং সোশাল মিডিয়ায় নিজের সিদ্ধান্তের বিষয়টি জানিয়েছেন। রাহানের এই পদক্ষেপের পরই প্রশ্ন উঠেছিল, তাঁর জায়গায় মুম্বইয়ের নেতৃত্বভার সামলাবেন কি শ্রেয়স আইয়ার? সেই প্রশ্নেরও উত্তর জানা গেছে। লাল বলের ক্রিকেটে মুম্বই ক্রিকেট সংস্থা শ্রেয়সকে অধিনায়ক হিসেবে বিবেচনা করেনি।

বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় রাহানে লিখেছেন, ‘মুম্বইকে নেতৃত্ব দেওয়া গর্বের। এখানে ট্রফি জেতাও আমার কাছে বড় সম্মানের। তবে নতুন মরশুম শুরুর আগে নতুন ক্যাপ্টেন খুঁজে নেওয়ার এটাই আদর্শ সময়। সেই কারণেই আর নেতৃত্বে থাকতে চাই না। খেলোয়াড় হিসাবে মুম্বইয়ের হয়ে সেরাটা দেওয়ার ব্যাপারে বদ্ধপরিকর। আরও অনেক ট্রফি জেতাতে চাই মুম্বইকে।’

সাত বছরের খরা কাটিয়ে ২০২৩-২৪ মরশুমে রনজি ট্রফি জিতেছিল মুম্বই, তখন অধিনায়ক ছিলেন রাহানে। এছাড়া, রাহানের নেতৃত্বে গত মরশুমে মুম্বই ইরানি ট্রফিও জিতেছিল। রাহানের ইস্তফার পর অনেকেই আশা করেছিলেন, এবার লাল বলের ক্রিকেটে মুম্বইয়ের রাজ্য দলের নেতৃত্ব দেবেন শ্রেয়স।

গত মরশুমে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্ট এবং বিজয় হজারে ট্রফিতে মুম্বইকে নেতৃত্ব দেন শ্রেয়স। তাঁর অধিনায়কত্বে মুস্তাক আলি ট্রফি জিতেছিল মুম্বই। তবে লাল বলের ক্রিকেটে শ্রেয়সকে নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়নি। এর পেছনে মূল কারণ হলো, শ্রেয়স ভারতীয় দলের সদস্য। তাই রনজি ট্রফিতে কত ম্যাচ খেলতে পারবেন, তা নিশ্চিত নয়। তাছাড়া, গত মরশুমে শেষ মুহূর্তে চোটের কারণে তিনি খেলেননি। ওয়াকিবহাল মহলের ধারণা, এসব বিষয়ই শ্রেয়সের বিপক্ষে働েছে। লাল বলের ক্রিকেটে মুম্বইয়ের নতুন অধিনায়ক করা হয়েছে শার্দূল ঠাকুরকে। তিনিও ভারতীয় দলের সদস্য হলেও নিয়মিত খেলোয়াড় নন, তাই রনজি ট্রফিতে তাঁর অংশগ্রহণে কোনও সমস্যা হবে না।

See also  অ-আ-ক-খ ক্লাবের পরিচালনায় এক দিবসীয় ফুটবল টুর্নামেন্ট।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি