প্রতীক্ষিত পদক হাতছাড়া হলো পিভি সিন্ধুর। বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে লড়াই থেমে গেল ভারতের তারকা শাটলারের। ইন্দোনেশিয়ার পুত্রি কুসুমা ওয়ারদানির কাছে ১৪-২১, ২১-১৩, ১৬-২১ ব্যবধানে হার মানতে হলো তাঁকে। সেমিফাইনালে উঠতে পারলেই কেরিয়ারের ষষ্ঠ পদক নিশ্চিত হতো সিন্ধুর।
প্রি-কোয়ার্টারে দ্বিতীয় বাছাই ওয়াং ঝি ওয়াইকে পরাস্ত করেছিলেন সিন্ধু। কিন্তু নবম বাছাই ওয়ারদানির বিপক্ষে শুরু থেকেই পিছিয়ে পড়েন তিনি। প্রথম গেম হেরে যান ১৪-২১ ব্যবধানে। যদিও দ্বিতীয় গেমে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটান সিন্ধু। একসময় ১০-২ ব্যবধানে এগিয়ে যান, পরে ১৬-৭ লিড নিয়েও ছিলেন। তবে প্রতিপক্ষের টানা চার পয়েন্টে ব্যবধান কিছুটা কমলেও শেষ পর্যন্ত ২১-১৩ জিতে ম্যাচে ফিরেছিলেন ভারতীয় তারকা।

ফয়সালার লড়াইয়ে শুরুতে সমানে পাল্লা দেন সিন্ধু। স্কোর ছিল ১৭-১৬, তখনও ম্যাচ হাতের নাগালে। কিন্তু সেখান থেকে পরপর চার পয়েন্ট হারিয়ে ম্যাচ হারেন তিনি। সেমিফাইনালে জায়গা করে নেন ওয়ারদানি। এর ফলে ষষ্ঠ পদকের স্বপ্ন অপূর্ণই থেকে গেল ভারতের শাটলারের।
২০১৯ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন সিন্ধু। এছাড়া সংগ্রহে রয়েছে দুটি রুপো ও দুটি ব্রোঞ্জ।
এদিন আগেই মিক্সড ডাবলসে ছিটকে যান তনিশা ক্রাস্টো ও ধ্রুব কাপিলা। ফলে এখন পদকের একমাত্র আশা ডাবলস তারকা সাত্ত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টির জুটি। কোয়ার্টার ফাইনালে তাঁদের প্রতিপক্ষ মালয়েশিয়া।