ন্যাশনাল অ্যান্টি ট্রাফিকিং কমিটির পক্ষ থেকে পরিযায়ী শ্রমিকদের স্বস্থানে ফেরানোর উদ্যোগ। ইতিমধ্যেই সংবাদমাধ্যমগুলো বিভিন্নভাবে সোচ্চার হয়েছে রাজ্যের বিভিন্ন স্থানে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর তাগিদে। বেশ কিছুদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এপ্লিকেশন করা হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর জন্য।
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, দুই চব্বিশ পরগনা, মেদিনীপুর, নদীয়া, ময়মনসিংহ উত্তরবঙ্গের 10 হাজার শ্রমিক আটকে রয়েছেন রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তে। সংবাদমাধ্যমগুলির দ্বারা সম্প্রচারিত খবর অনুযায়ী খাদ্য বাসস্থান সহ সব দিক থেকেই এককথায় শোচনীয় অবস্থার সম্মুখীন তারা।
এসব শ্রমিকদের নাম ফোন নাম্বার স্থায়ী এবং বর্তমান বাসস্থানের পুঙ্খানুপুঙ্খ বিবরণ মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের আধিকারিকদের কাছে প্রেরণ করা হলো ই মেইল এর মাধ্যমে।
এমনটাই জানিয়েছেন ন্যাশনাল অ্যান্টি ট্রাফিকিং কমিটির চেয়ারম্যান জিন্নার আলী। তাদের আর্জি একটাই,শ্রমিকদের যথা স্থানে সুস্থ স্বাভাবিক ভাবে ফিরিয়ে দেওয়া।