আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

গর্বকরা দিদি

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

গর্বকরা দিদি
সর্বজিতা চক্রবর্তী


জয় জয় জয় বাংলার জয়
দিদি আবার এসেছে ফিরে, আর নেই ভয়। বাংলার মেয়েরা বাঁচলো আবার কন্যাশ্রী – রূপশ্রী পেয়ে।


দিদি যদি না আসতো ফিরে, হয়ে যেতে সব বন্ধ হয়ে।


নানা রকম প্রকল্পে ভরিয়ে রেখেছে বাংলা।

লড়াই এর পর লড়াই করে গেছেন তিনি একলা।
চাকরী এবার হবেই হবে বাংলার মেয়েদের, এবার হবে পাঁচশত টাকা ঘরের মায়েদের।


এমন দিদি কোথাও নেই সারা পৃথিবীতে, মা বোনেদের বাঁচতে দেন নিজের স্বাধীনতাতে।


দিদি এবার এগিয়ে যাবে, আশা আছে মনে। দিদিকে এবার দেখতে চাই দিল্লীর আসনে।


বাংলা নিজের মেয়েকেই চাই একথা সত্যি, গর্ব করে বলছি আমি সর্বজিতা চক্রবর্তী।

 

See also  উচালন সূর্যসেন স্পোর্টস এন্ড কালচারাল ক্লাবের পরিচালনায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হল

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি