আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
বলরাম সাহা ( রায়না ) :-
পূর্ব বর্ধমান জেলার রায়না 2 নম্বর ব্লকের কাইতী অঞ্চলে বামপন্থী দলগুলি আজ মিছিলে পা মেলায়। পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল। বর্তমানে করোণা সংক্রমণ এবং আমফান ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা তাদের বিদ্ধস্ত অবস্থা কাটিয়ে উঠতে এখনো সক্ষম হয়নি।এরইমধ্যে মরার ওপর খাঁড়ার ঘা হিসেবে কেন্দ্রীয় সরকারের পেট্রোপণ্যের দাম বৃদ্ধি মেনে নিচ্ছেন না বামপন্থী সংগঠন। হসপিটাল বাজার থেকে এই মিছিল শুরু হয়ে কাইতি আদিবাসী পাড়া ঘুরে কাইতির কালিতলা বাজার ঘুরে এই বিক্ষোভ মিছিল শেষ হয়।
পথসভার মধ্য দিয়ে এই মিছিলের শেষ হয়। আজকের এই মিছিলে উপস্থিত ছিলেন রায়না 2 নম্বর অঞ্চল কমিটির তিনজন সদস্য কমরেড লক্ষণ বাগ, কমরেড অশোক সাঁতরা, সহ অনেকেই। বামপন্থী সংগঠনের মিছিলের সাথে পা মিলিয়েছেন বহু মানুষ আজকের আকর্ষণীয় ব্যাপার, এমনটাই জানিয়েছেন কাইতি এবং রায়না 2 অঞ্চল কমিটির সদস্য অশোক সাঁতরা।
See also  আজকের ( ৩০-০৭-২০২০ ) পূর্ব বর্ধমানের করোনা আপডেট

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি