কৃষ্ণ সাহা
বিজেপি প্রার্থীদের নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্ষোভের সঞ্চার হলেও বেশ কিছু বিধানসভায় দেখা যাচ্ছে বিজেপি প্রার্থী কে নিয়ে খুশি স্থানীয় বিজেপি নেতা কর্মীরা। এমনই এক দৃশ্য দেখা গেল পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত বিধানসভা এলাকায়। শ্যামসুন্দর বাজারে চা পে চর্চা মাধ্যমে প্রথম দিনের ভোট প্রচারে বেরিয়েছেন বিজেপি মনোনীত প্রার্থী মানিক রায়।
এই চা পে চর্চায় স্থানীয় মানুষদের ব্যাপক সাড়া পেয়েছেন বলে জানালেন বিজেপি প্রার্থী পেশায় শিক্ষক মানিক রায়। চায় পে চর্চা হচ্ছে দেখে অনেকেই দোকান ছেড়ে বেরিয়ে এসেছেন পথচলতি মানুষ দাঁড়িয়ে গিয়েছেন চায় পে চর্চা আসরে। বিজেপি প্রার্থী মানিক রায়ের আশ্বাস, পশ্চিমবঙ্গের ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনরুদ্ধারে সচেষ্ট হবেন তিনি।
একই সঙ্গে গত বিধানসভা ও লোকসভা নির্বাচনে রায়না বিধানসভার মানুষ গণতান্ত্রিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি বলেও শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মানিক রায়। জনগণের যেভাবে সাড়া পাওয়া যাচ্ছে তাতে রায়না বিধানসভায় বিজেপির ক্ষমতায় আসা নিশ্চিত বলে দাবি করেন মানিক রায়।