১৫ তম বর্ষে পদার্পণ করল বর্ধমানের ঐতিহ্যবাহী উৎসব কাঞ্চন উৎসব। বিগত ২ বছর করো না মহামারীর জন্য ছোট করে হলেও এবছর বৃহৎ আকারে অনুষ্ঠিত হবে কাঞ্চন উৎসব। ২রা ফেব্রুয়ারী থেকে ১০ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে কাঞ্চন উৎসব-২০২৩।
কাঞ্চন উৎসব উপলক্ষে সোমবার রথ তলা কাঞ্চননগরের কঙ্কালেশ্বরী কালিবাড়ি মাঠে সাংবাদিক বৈঠক করলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক তথা কাঞ্চন উৎসব কমিটির সভাপতি খোকন দাস। সাংবাদিক বৈঠকে বিধায়ক তথা কাঞ্চন উৎসব কমিটির সভাপতি খোকন দাস বলেন, ১৫ তম বর্ষে এবছর কাঞ্চন উৎসব উদযাপিত হবে। এবছর কাঞ্চন উৎসবের আমাদের মূল থিম স্বাধীনতার ৭৫ তম বর্ষে আমরা বীর শহীদদের শ্রদ্ধা জানাবো।
তিনি আরো বলেন, আপনাদের খুব আনন্দের সাথে জানাচ্ছি এবছর আমাদের কাঞ্চন উৎসব করবেন রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারন সেদিনই ২রা ফেব্রুয়ারি বর্ধমানে মুখ্যমন্ত্রীর একটি প্রশাসনিক সভা আছে। তারপরেই তিনি উদ্বোধন করবেন কাঞ্চন উৎসবের। এবারের কাঞ্চন উৎসবে বলিউডের বিভিন্ন সংগীত শিল্পীরা আসর জমিয়ে দেবেন। তিনি বলেন, এবছর আমাদের কাঞ্চন উৎসবে কোন ভলেন্টিয়ার থাকছে না। প্রশাসনিক স্তরে আমরা জানিয়েছি প্রশাসনের তরফ থেকেই সমস্ত ব্যবস্থা করা হচ্ছে।