চাচোল থেকে মালদা যাওয়ার পথে গাজোলের টোল প্লাজা এলাকায় একটি বেসরকারি বাসে হঠাৎ ইঞ্জিন থেকে ধোঁয়া উঠতে শুরু করতেই আতঙ্কে ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি। সোমবার দুপুরে ১২ নম্বর জাতীয় সড়কের টোল প্লাজা সংলগ্ন এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গাজোল বাসস্ট্যান্ড থেকে যাত্রী বোঝাই করা একটি বেসরকারি বাস মালদার উদ্দেশ্যে রওনা হয়েছিল। টোল প্লাজার কাছে পৌঁছতেই বাসটির ইঞ্জিনে হঠাৎ শর্ট সার্কিট হয় এবং ব্যাপক ধোঁয়া বেরোতে থাকে। আচমকা ধোঁয়া দেখে যাত্রীরা আতঙ্কে তড়িঘড়ি বাস থেকে নামতে থাকেন।
এই সময় ধাক্কাধাক্কির মধ্যেই এক গর্ভবতী মহিলা পড়ে গিয়ে গুরুতর আহত হন। টোল প্লাজার অ্যাম্বুলেন্সে করে তাঁকে দ্রুত গাজোল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে মালদা মেডিক্যালে রেফার করেন চিকিৎসকরা।
আহত গর্ভবতী মহিলার নাম লিপিকা মন্ডল (২২)। বাড়ি গাজোল ব্লকের শালাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের মোহাম্মদপুর গ্রামে। জানা গেছে, চিকিৎসার জন্য তাঁকে মালদা নিয়ে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।
এদিকে বাসকর্মীরা ইঞ্জিনে জল ঢেলে ধোঁয়া বন্ধ করতে সক্ষম হন। তবে ঘটনাটি ঘিরে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়।








