পূর্ব বর্ধমানের রায়না দুই ব্লকের আদমপুর ও কামারগোড় গ্রামে বন্যা পরিস্থিতি পরিদর্শনে এলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। রবিবার জামালপুর ব্লকের মসাগ্রামের আজহাপুর হাইরোড চৌমাথায় তাঁকে স্বাগত জানান জামালপুরের তৃণমূল ব্লক সভাপতি মেহেমুদ খাঁন। জামালপুর হয়ে রায়নার পথে বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মী-সমর্থকেরা মমতা বন্দ্যোপাধ্যায় ও অরূপ বিশ্বাসের নামে জয়ধ্বনি জানান।
আদমপুর পৌঁছে মন্ত্রী ত্রাণ শিবির পরিদর্শন করেন এবং সেখানে থাকা দুর্গতদের নিজ হাতে খাবার পরিবেশন করেন। তাঁর সঙ্গে ছিলেন জেলার তৃণমূল সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, জেলা শাসক (আইএএস) আয়েশা রাণী এ., জেলা পুলিশ সুপার (আইপিএস) সায়ক দাস, এসডিও (সদর দক্ষিণ) বুদ্ধদেব পান, এসডিপিও অভিষেক মণ্ডল, রায়নার বিধায়ক শম্পা ধারা, বর্ধমান দক্ষিনের বিধায়ক খোকন দাস, জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি, রায়না ২ ব্লক সভাপতি কলিমুদ্দিন শেখ, রায়না ১ ব্লক সভাপতি বামদেব মণ্ডল, জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খাঁন সহ অন্যান্য প্রশাসনিক ও রাজনৈতিক নেতৃত্ব।

মন্ত্রী দুর্গতদের হাতে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী ও কৃষকদের হাতে শস্য বিমার ফর্ম তুলে দেন। তিনি বলেন, “ডিভিসি রাজ্যের সঙ্গে কোনওরকম আলোচনা ছাড়াই জল ছেড়ে এই মানুষগুলোকে ঘরছাড়া করেছে। একদিন এই মানুষরাই বিজেপিকে এই রাজ্য থেকে ছাড়া করবে”।