আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

কাটোয়ায় জেপি নাড্ডার সভাস্থলের সামনে তৃণমূলের পতাকা লাগানো নিয়ে তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রদীপ চট্টোপাধ্যায় ও বাদশা সেখ ( বর্ধমান ) :- কাটোয়ার জগদানন্দপুরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সভাস্থলে যাওয়ার রাস্তায় থাকা গেটের সামনে লাগানো হয়েছে তৃণমূলের পতাকা। যা নিয়ে শনিবার সকাল থেকেই ব্যাপক ক্ষোভ বিক্ষোভ ছড়ালো পূর্ব বর্ধমানের কাটোয়ার বিজেপি শিবিরে। অশান্তি সৃষ্টি করতেই তৃণমূলের লোকজন রাতের অন্ধকারে সভায় যাওয়ার রাস্তায় থাকা গেটের সামনে বাঁশের কঞ্চিতে তৃণমূলের পতাকা লাগিয়েছে বলে দাবি করেছেন কাটোয়ার বিজেপি নেতৃত্ব। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি বিজেপির জেলা সভাপতি কৃষ্ণ ঘোষের বিরুদ্ধ গোষ্ঠী এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে । তা আড়াল করতেই বিজেপি নেতারা তৃণমূলের নামে দোষ চাপাচ্ছে।

একগুচ্ছ রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে আজ পশ্চিমবঙ্গ সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। কাটোয়া থেকেই এদিন শুরু হচ্ছে নাড্ডাজীর রাজনৈতিক কর্মসূচি। কাটোয়া নিবাসী জেলা বিজেপি সভাপতি কৃষ্ণ ঘোষ জানিয়েছেন , শুক্রবার সন্ধ্যা পর্যন্ত জগদানন্দপুরে সভাস্থলে গেটের সামনে তৃণমূলের পতাকা ছিল না। নাড্ডাজীর সভা ঘিরে কাটোয়া বাসীর উন্মাদনা দেখে অশান্তি সৃষ্টি করতেই তৃণমূলের লোকজন রাতের অন্ধকারেই ওদের পতাকা বিজেপির সভাস্থলে সামনে গেটের কাছে লাগিয়েছে।

যদিও তৃণমূলের রাজ্যের মুখপাত্র দেবু টুডু জানিয়েছেন, গোটা কাটোয়ার যেখানেই তাকাবেন সেখানেই তৃণমূলের পতাকা দেখা যাবে । তবে অন্য দলের সভাস্থলে সামনে নিজেদের পতাকা লাগিয়ে দেওয়ার কালচারে তৃণমূলে বিশ্বাস করে না। বিজেপি বাংলায় এই কালচার আমদানি করছে। দেবু টুডুর দাবি কাটোয়ায় সক্রিয় রয়েছে বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধ গোষ্ঠী । তারা এসব ঘটনা ঘটিয়ে থাকতে পারে। আর তা আড়াল করতেই তৃণমূলের বদনাম করা হচ্ছে।

See also  খণ্ডঘোষের বাদুলিয়ায় কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী উদযাপন।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি