আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মধুচক্রের ডেরায় পুলিশের হানা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

মধুচক্রের হদিশ মিললো পূর্ব বর্ধমানের মেমারিতে। ২ নম্বর জাতীয় সড়কের ধারে কানাইডাঙ্গার এলাকার একটি দোতলা বাড়িতে হানা দিয়ে এই চক্রের হদিশ পায় মেমারি থানার পুলিশ। এখানে মধুচক্র চালানোর অভিযোগে ৫ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে এই বাড়ি থেকে এই কাজের যুক্ত থাকার অভিযোগে ৮ মহিলাকেও আটক করেছে পুলিশ।

মেমারি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে ধরে ফেলে। বুধবার পাঁচ অভিযুক্তকে বর্ধমান আদালতে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা হল মোহাম্মদ চাঁদ,বাড়ি কানাইডাঙ্গা এলাকায়,আনিসুর রহমান বাড়ি তিন্না ইলামপুর এলাকায়,মেমারী মহেশডাঙা ক্যাম্পের দেবু বালা, রসুলপুরের শম্ভু ক্ষেত্রপাল এবং পূর্ব পলতার বিশ্বজিৎ মন্ডল।

এই বাড়িতে দীর্ঘদিন ধরেই মধুচক্র চলছিল বলে অভিযোগ। স্থানীয় এলাকা ছাড়াও অন্যান্য এলাকা থেকেও মেয়েদের এখানে আনা হতো বলে জানা গেছে। মেমারি থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় এবং তাদের হাতেনাতে ধরে ফেলে। বুধবার নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ৫ জনকে অভিযুক্তকে বর্ধমান আদালতে তোলা হয়।

See also  আগুন লাগলেও রেল কর্মীদের তৎপরতায় বড়সড় অঘটনের হাত থেকে রক্ষা পেলেন ডাউন শান্তিনিকেতন এক্সপ্রেসের যাত্রীরা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি