সাধারণ মানুষের মধ্যে সচেতনতা জায়গাতে আবারো রাস্তায় নামল মাধবডিহি থানার পুলিশ। শীত-গ্রীষ্ম-বর্ষা মানুষকে সচেতনতা মধ্যে দিয়ে সুরক্ষা প্রদান করতে পুলিশের জুড়ি মেলা ভার। একইভাবে আজ মাধবডিহি থানার পক্ষ থেকে রায়না 2 ব্লকের বুলচন্দ্রপুর থেকে উচালন দিঘির কোন পর্যন্ত ওসি সুব্রত বেড়ার উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইভকে সামনে রেখে এক বাইক রেলির আয়োজন করা হয়। এরপর উচালন দিঘির কোন বাজারে পুলিশের পক্ষ থেকে এক পথসভার আয়োজন করা হয়।

কোভিড সচেতনতা ও হেলমেট ছাড়া বাইক চালালে ও সিট বেল্ট ছাড়া গাড়ি চালালে কিভাবে দুর্ঘটনার সম্মুখীন হতে হয় সেই নিয়ে পুলিশ কর্মীরা সচেতন করেন জনসাধারণকে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছিলেন মাধবডিহি থানার ওসি সুব্রত বেড়া, মেজ বাবু পার্থসারথি মন্ডল, পিএসআই সাকবীর আহম্মেদ , বুলচন্দ্রপুর ক্যাম্পের এ এস আই সুরোজি সিনহা মহাপাত্র ও সিভিক ভলেন্টিয়ার্সরা।









