অত্রি চক্রবর্তী, পূর্বস্থলী : – পূর্বস্থলী ২ নম্বর ব্লকের কাষ্ঠশালী খেলার মাঠে আজ জাঁকজমকপূর্ণভাবে শুরু হলো পুলিশ মৈত্রী কাপ ফুটবল প্রতিযোগিতা ২০২৫। পূর্বস্থলী থানার উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার শুভ সূচনা করেন পূর্বস্থলী থানার আইসি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
প্রতিযোগিতার নিয়মাবলী ও অংশগ্রহণকারী দল:-
এই ফুটবল প্রতিযোগিতায় মোট আটটি দল অংশ নিচ্ছে। প্রতিযোগিতার একটি বিশেষ নিয়ম হলো, প্রতিটি দলের খেলোয়াড়দের পূর্বস্থলী থানা এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। পূর্বস্থলী থানার আইসি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজেই এই শর্তের কথা উল্লেখ করেছেন, যা স্থানীয় খেলোয়াড়দের অংশগ্রহণ নিশ্চিত করবে।


উদ্বোধনী অনুষ্ঠান:-
উদ্বোধনী অনুষ্ঠানে পূর্বস্থলী থানার আইসি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। খেলার আনুষ্ঠানিক সূচনা করার আগে আইসি চট্টোপাধ্যায় মাঠে নেমে প্রতিটি দলের খেলোয়াড়দের সাথে ব্যক্তিগতভাবে কুশল বিনিময় করেন এবং তাদের শুভেচ্ছা জানান। এই উদ্যোগ খেলোয়াড়দের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা বাড়িয়েছে।
প্রতিযোগিতাটি স্থানীয় যুবকদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং পুলিশ-জনগণের মধ্যে সুসম্পর্ক স্থাপনে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।