দেবনাথ মোদক , খাতড়া:- চুরির অভিযোগে গতকাল ভোর রাতে তিনজন ব্যক্তিকে হাতেনাতে ধরল খাতড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, খাতড়ার পূর্বাশাপল্লী এলাকা থেকে খবর আসে, মোট পাঁচজন ব্যক্তি সন্দেহজনকভাবে রাতে ঘোরাফেরা করছে। সেই খবর পেয়ে পুলিশ এলাকায় নজরদারি আরও জোরদার করে । পরে পাঁচ জনকে দেখতে পেয়ে পুলিশ তাদের তাড়া করলে দুজন পালিয়ে যায় ও তিনজন ব্যক্তি পূর্বাশা পল্লী লাগোয়া সেচ ক্যানেলে ঝাঁপ দিয়ে পালাবার চেষ্টা করে। পুলিশ চারিদিক ঘিরে ধরে ওই তিনজনকে রাজাপাড়া এলাকা থেকে ভোররাতে গ্রেফতার করে। সম্প্রতি খাতড়া বাজার এলাকার চুরির ঘটনার অভিযোগ দায়ের হয় খাতড়া থানায়।
অভিযোগের ভিত্তিতে পুলিশ বেশ কয়েকদিন রাতে নাকা তল্লাশির পাশাপাশি নজরদারিও জোরদার করে। তাতেই সাফল্য পায় খাতড়া থানার পুলিশ। পুলিশ জানায়, ধৃতদের নাম বাঁকুড়ার কেঠারডাঙার তাজ মহম্মদ খান ও হায়দার আলী ভাঙি, অন্যজন হল বাঁকুড়ার চেতকালীর বাসিন্দা মহম্মদ রফিক খান। অভিযুক্ত তিনজনকে পুলিশ খাতড়া মহকুমা আদালতে পেশ করলে বিচারক তাদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।
খাতড়ার এসডিপিও অভিষেক যাদব বলেন, ধৃতদের কাছ থেকে লোহা কাটার বেশ কিছু সরঞ্জাম সহ চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার হয়েছে। ধৃতদের হেফাজতে নিয়ে বাকিদের খোঁজে তল্লাশির পাশাপাশি এর সাথে আরও বড় কোনও চক্র জড়িত আছে কি না তার খোঁজ চলছে বলেও জানিয়েছেন এসডিপিও। এবিষয়ে অভিযুক্তের আইনজীবী অজয় পন্ডা জানান, আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।