উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,ক্যানিং : পথ নিরাপত্তা সপ্তাহ চলছে।পয়ালা জুলাই থেকে ৮ ই জুলাই পর্যন্ত। অথচ রাস্তা ঘাটে বেপরোয়া গাড়ি চলাচল বেড়ে চলেছে।

আর এবার এই বেপরোয়া গাড়ি চলাচল আটকাতে পথে নামলো বারুইপুর পুলিশ জেলার ক্যানিং ও বাসন্তী থানার পুলিশ।বেশ কিছুদিন ধরে মাতলা সেতুর ওপর দিয়ে বেপরোয়া মোটরবাইক চালানোর খবর আসছিল পুলিশের কাছে।
আর তাই সোমবার রাতে ক্যানিং থানার এস আই সায়ন ভট্টাচার্যের নেতৃত্বে পুলিশের টিম বেপরোয়া এক মোটরবাইক চালক আরিফুল লস্করকে আটক করে।আর এই ভাবে নিয়মিত বেপরোয়া গাড়ি চালকদের আটক করা হবে বলে পুলিশের তরফে জানা গেল।