আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

করোনা তুমি

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
করোনা তুমি
শিপ্রা মণ্ডল
বোমাবাজি খুনোখুনি
দাঙ্গা – হাঙ্গামা,
জঙ্গি হানা, মিটিং মিছিল
বন্ধ দামামা।
হিংসা-দ্বেষ আর হানাহানি
গদির লাড়াই নেই;
টিভি চ্যানেল থমকে গেছে
একটি খবরেই–
করোনা তোমার মারণ থাবা
বিশ্ববাসীর ত্রাস;
গোটা ভুবন জুড়ে শুধুই
তোমার করাল গ্রাস!
বিশ্বভ্রমণ করছো তুমি
দেশ- বিদেশে ঘুরে;
লাখে লাখে মানুষ দেখি
তোমার কোপে মরে!
স্বীকার করি তোমার জন্যই
ভেদাভেদ ভুলে–
এক হয়েছি আজকে মোরা
সকল বাধা ঠেলে।
শহর জুড়ে গাড়ি – ঘোড়ার
বন্ধ ছুটোছুটি–
কারখানা বা অফিস যাওয়ার
নেই তো হুটোপুটি!
আকাশ জুড়ে বইছে আজি
বিশুদ্ধ বাতাস;
ঠেলাঠেলি গুঁতোগুতি
নেই জনতার রাশ।
আছে এখন চারিদিকে
শুধুই তোমার ভয়–
ভাবছি সবাই মিলেমিশে
কেমনে আনবো জয়!
সেই সুযোগেই জেনেছি মোরা
কেউ কারো শত্রু নইতো–
করছি লড়াই বাঁচার তরে
হয়ে ঐক্যবদ্ধ!
একজোটে আজ বলি তোমায়
মোদের বাঁচতে দাও;
অনেক হল ধ্বংসলীলা
এবার বিদায় নাও–
সুস্থভাবে বাঁচবো মোরা
এই আমাদের আশ;
দোহাই মারণ ভাইরাস তুমি
কোরো না নিরাশ।।
See also  পাঠান মুভি বক্স অফিস কালেকশন ৫দিনে ৫০০কোটি টাকা । Pathaan box office collection

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি