ছোট বয়স থেকেই স্বপ্ন জাগে শিক্ষক হওয়ার । তা বলে শিক্ষক নিয়োগের পরীক্ষায় যে এমন অভাবনীয় ফল হবে তা কল্পনাও করতে পারে নি পূর্ব বর্ধমানের তরুণী ইনা সিংহ ।কিন্তু বাস্তবে সেটাই হয়েছে।এবারের প্রাইমারি টেট পরীক্ষার ফলাফল শুক্রবার প্রকাশ হলে দেখা যায় ৬ লক্ষ ২০ হাজার জন পরীক্ষার্থীর মধ্যে ইনা প্রথম হয়েছে।১৫০ নম্বের পরীক্ষায় তাঁর প্রাপ্ত নম্বর ১৩৩।
আর এই পরীক্ষায় যে চারজন দ্বিতীয় স্থান লাভ করেছে তাঁদের মধ্যেও রয়েছে এই জেলারই কেতুগ্রাম নিবাসী কন্যা অদিতি মজুমদার । শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় চলছে।এমন এক সময়ে ইনা-ই যেন হয়ে উঠেছে স্বচ্ছ শিক্ষক নিয়োগের পরীক্ষায় দৃষ্টান্ত ।
কারণে কাজকর্ম করতে পারেন না।মা কাকলিদেবী সাদারণ শগৃহবধূ।তাঁদের অবাবের সংসার । তাই বাড়ির সামনের দিকের তিনটি ঘর দোকান ঘর হিসাবে ভাড়া দিয়েছেন। সেই বাড়ার টাকায় কোনরকমে ইনাদের সংসার চলে ।
এহেন এক দরিদ্র পরিবারের মেয়ে ইনা ছোট বয়স থেকেই শিক্ষক হবার স্বপ্ন দেখতে শুরু করে । ইনা ২০০৮ সালে বর্ধমানের হরিসভা হিন্দু বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করে ।এরপর তিনি ২০১২ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও ভাল নম্বর পেয়ে উর্ত্তীণ হন ।তিনি ২০১৪ সালে বর্ধমানের হাটগোবিন্দপুরের ভূপেন্দ্রনাথ স্মৃতি মহাবিদ্যালয় থেকে ইংরেজি অর্নাস নিয়ে স্নাতক হন ইনা।
ইনার মা কাকলিদেবী এদিন বলেন,“আমার মেয়ে ইনা ছোট বয়স থেকেই পড়াশোনাকে ভালবেসে ফেলে। বড় হওয়ার সাথে সাথে পড়াশোনাই ওর ধ্যান জ্ঞান হয়ে ওঠে। শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণের জন্য ইনা ইনা প্রস্তুতি নেওয়া শুরুকরে। ভালোভাবে টেট পরীক্ষার দেবার জন্য আমার মেয়ে ইনা দিনরাত এক করে শুধু পড়াশোনা করে যায় ।আর তাতেই ইনা এমন । অভাবনীয় সাফল্য পেয়েছে বলে কাকলিদেবী দাবি করেছেন“।
ইনা সিংহ বলেন,’গত বছরের ১১ ডিসেম্বর প্রাইমারি টেট পরীক্ষা ভালোই দিয়েছিলাম।দেড়শো নম্বরের পরীক্ষায় ১২৮ নম্বর পাবোই এটুকু ধরে নিয়েছিলাম । তাবলে টেট পরীক্ষা দেওয়া ৬ লক্ষাধীক পরীক্ষার্থীর মধ্যে আমি প্রথম হব এটা কল্পনা করিনি’ । ইনা জানান,পূর্বে শিক্ষক নিয়োগেদুর্নীতি হয়েছে,এমন অভিযোগে আদালতের মামলার পর মামলা চলছে ।
এমন প্রেক্ষাপটে গত বছরের ডিসেম্বরের টেট পরীক্ষা হয় । টেট পরীক্ষাসচ্ছবাবে সমাপ্ত করার জন্য কেন্দ্র গুলিতে এবার ছিল প্রচণ্ড কড়াকড়ি । সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছিল পরীক্ষা সেন্টার। এদিন পরীক্ষার ফল প্রকাশ হল। ইনা দাবি করেন,চাকরি প্রার্থীদের আন্দোলনের কারণেই পরীক্ষায় স্বচ্ছতা এসেছে।
এবারের টেট পরীক্ষা সফল ভাবে হওয়ার কারণ আন্দোলনকারীদের লাগাতার লড়াই জারি রাখা।ইনা এও বলেন,শিক্ষক হবার দোরগোড়ায় এখনও পৌছতে পারি নি। তবে আমি আশাবাদী । আশায় বাঁচে চাষা।তাই আমিও হাল ছাড়তে নারাজ।
বর্ধমান শহরের আলমগঞ্জ পুলিশ ফাঁড়ির কাছে ইনার বাড়ি । পুরানো আমলের টিনের চালার ঘরে ইনা এবং তাঁর বাবা ও মা বসবাস করেন।ইনার বাবা দেবাশীষ সিংহ শারীরিক