আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

স্বাস্থ্যকেন্দ্রে লোডশেডিং হয়ে গেলে চরম ভোগান্তিতে পড়েন রুগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
কৃষ্ণ সাহা ( মাধবডিহি ) :-
স্বাস্থ্যকেন্দ্রে লোডশেডিং হয়ে গেলে চরম ভোগান্তিতে পড়েন রুগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।জেনারেটর দেওয়া হয়েছে কয়েক মাস আগে।কিন্তু জেনারেটর বন্ধ।তেল নাই, তেলের অভাবে জেনারেটর অচল। পূর্ব বর্ধমানের মাধবডিহি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র।এলাকার ২০ থেকে ২৫ টি গ্রামের কয়েক হাজার বাসিন্দা এই ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উপর নির্ভরশীল।
রাত বিরেতে কারো কিছু হলে এলাকার স্বাস্থ্যকেন্দ্রই একমাত্র ভরসা।
দিনে স্বাস্থ্যকেন্দ্রে লোডশেডিং হলে তাও কোন রকমে চিকিৎসক বা নার্সরা চালিয়ে নেন।কিন্তু রাতে বিদ্যুৎ না থাকলে ভোগান্তির আর শেষ থাকে না। চরম সমস্যায় পড়েন নার্স থেকে রুগী কিংবা চিকিৎসক সকলেই। বিদ্যুৎ না থাকলে মোমবাতি জ্বালিয়ে রোগীদের চিকিৎসা করতে হচ্ছে চিকিৎসকদের।

 

স্বাস্থ্যকেন্দ্রে কয়েকটি ইনভার্টার আছে। কিন্ত তাও বিকল। হাই ভোল্টেজের কারণে তা পুড়ে গেছে।গোটা বিষয়টি হায়ার অথরিটির কাছে জানানো হয়েছে স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে।
স্বাস্থ্য কেন্দ্রের দাবি মেনে একটি জেনারেটর দেওয়া হয়েছে।তবে তেল না থাকায় এখনো পর্যন্ত জেনারেটর চালু করা যায়নি।

স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল টেকনোলজিস্ট প্রভাত কুুণ্ডু বলেন এই স্বাস্থ্যকেন্দ্রে অতিশীঘ্রই বিদ্যুতের বিকল্প ব্যবস্থা করতে হবে। মানুষকে সঠিক ভাবে পরিষেবা দিতে না পারলে আরো বিপদের মুখে পড়তে হবে স্বাস্থ্যকর্মীদের।
See also  সেলাই মেশিন চুরি করতে এসে বৃদ্ধাকে ধর্ষণ করে খুনের চেষ্টা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি