কৃষ্ণ সাহা ( মাধবডিহি ) :-
স্বাস্থ্যকেন্দ্রে লোডশেডিং হয়ে গেলে চরম ভোগান্তিতে পড়েন রুগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।জেনারেটর দেওয়া হয়েছে কয়েক মাস আগে।কিন্তু জেনারেটর বন্ধ।তেল নাই, তেলের অভাবে জেনারেটর অচল। পূর্ব বর্ধমানের মাধবডিহি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র।এলাকার ২০ থেকে ২৫ টি গ্রামের কয়েক হাজার বাসিন্দা এই ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উপর নির্ভরশীল।
রাত বিরেতে কারো কিছু হলে এলাকার স্বাস্থ্যকেন্দ্রই একমাত্র ভরসা।
দিনে স্বাস্থ্যকেন্দ্রে লোডশেডিং হলে তাও কোন রকমে চিকিৎসক বা নার্সরা চালিয়ে নেন।কিন্তু রাতে বিদ্যুৎ না থাকলে ভোগান্তির আর শেষ থাকে না। চরম সমস্যায় পড়েন নার্স থেকে রুগী কিংবা চিকিৎসক সকলেই। বিদ্যুৎ না থাকলে মোমবাতি জ্বালিয়ে রোগীদের চিকিৎসা করতে হচ্ছে চিকিৎসকদের।