আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

তাজা বোমা উদ্ধার ঘিরে আতঙ্ক ছড়ালো গলসিতে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বাবু সিদ্ধান্ত, বর্ধমান ১৯ এপ্রিল-রোনা ভাইরাস আতঙ্কের মাঝেই বোমাতঙ্ক ছড়ালো পূর্ব বর্ধমানের গলসির বাসিন্দা মহলে ।গলসির আটপাড়া গ্রামের তৃণমূল কর্মী হান্নান চৌধুরীর বাড়ির সদর দরজার পাশে থাকা থলি থেকে উদ্ধার হয় ১৫টি তাজা বোমা ।

শনিবার বোমা উদ্ধারের ঘটনা সামনে আসার পর থেকে ওই জায়গাটি ঘিরে রাখে পুলিশ । রবিবার সিআইডির বোম ডিস্পোজাল স্কোয়াডের একটি টিম ও একটি ইঞ্জিন সহ দমকল বহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌছান । তারা উদ্ধার হওয়া বোমা গুলি নির্জন জায়গায় নিয়েগিয়ে নিস্কৃয় করে। ঘটনার পর থেকেই পলাতক তৃণমূল কর্মী। পুলিশ তার খোঁজ চালাচ্ছে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে ,তৃণমূল কংগ্রেস কর্মী হান্নান চৌধুরীর বাড়ির সদর দরজার পাশে রয়েছে গরুকে খেতে দেবার ডাবা। বোমাগুলি বস্তায় ভরে ওই ডাবার নিচে লুকিয়ে রাখা ছিল।শনিবার সেই বোমা উদ্ধার হবার পরেই তৃণমূল কর্মী হান্নান চৌধুরী এলাকা ছেড়ে পালিয়ে যায় ।

যদিও ওই তৃণমূল কর্মীর পরিবার সদস্যরা দাবী করেছেন হান্নানকে ফাঁসানোর জন্য কেউ চক্রান্ত করে থলি ভর্তি বোমগুলি বাড়ির সামনে রেখে গেছে । বোমা কোথাথেকে এল তার তদন্ত শুরু করছে গলসি থানার পুলিশ।


See also  ১৬৫০ কোটি টাকায় বেঙ্গালুরুতে নতুন ক্রিকেট স্টেডিয়াম, ৮০ হাজার দর্শক ধারণ ক্ষমতা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি