বৃহস্পতিবার ফাইনালে ওঠার মোহভঙ্গ হয়ে গেল পাকিস্তানের। পাকিস্তানের ১৭৬ রান তাড়া করে অসম্ভবকে সম্ভব করে তুলর অস্ট্রেলিয়া। কার্যত অবিশ্বাস্যভাবে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ম্যাথু ওয়েড ১৭ বলে ৪১ রান করায় পাকিস্তানের স্বপ্ন চূর্ণ-বিচূর্ণ হল। অবশেষে ৫ উইকেটের জয় ছিনিয়ে নিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেলো অস্ট্রেলিয়া। প্রায় জয়ের কাছাকাছি চলে এলেও পাকিস্তান তাদের হারের মূলে রয়েছে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জযের নায়ক শাহিন আফ্রিদি।
আফ্রিদির বলে পরপর তিনটে ছক্কা মেরে ম্যাথু ওয়েড জয়রে পথকে মসৃণ করে তোলে।
অস্ট্রেলিয়ার দ্বিতীয় সেমিফাইনালে ব্যাট করতে পাঠানোর পর পাকিস্তান ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৭৬ রান করে। মোহাম্মদ রিজওয়ান তার ৬৭ রান করে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রান করেন। তিনি অধিনায়ক বাবর আজমের (৩৯) সাথে প্রথম উইকেটে ৭১ রান ও ফখর জামানের (৫৫*) সাথে দ্বিতীয় উইকেটে ৭২ রান যোগ করেন। ১৯৯ রানের লক্ষ্য নিয়ে নেমে অস্ট্রেলিয়া চার উইকটে সেই রান তুলে টি-২০ বিশ্বকাপে দ্বিতীয়বার ফাইনালে চলে গেল।