আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

প্রায় তিন মাস পর খুললো নালাটেশ্বরী মন্দির

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
সৌগত মন্ডল , ( নলহাটি ) :-
রাজ্য সরকারের ঘোষণা মতো আজ থেকে খুললো সতীর একান্ন পীঠের অন্যতম পীঠ বীরভূমের নলহাটির নলাটেশ্বরী মন্দির । আজ সকাল থেকেই মন্দিরে সমস্ত দরজা খুলে দেওয়া হয় । ফলে সাধারণ পূর্ন্যার্থীরা মন্দিরে প্রবেশ করে পুজো দিতে পারবেন । তবে মন্দির কমিটির পক্ষ থেকে সব রকম সচেতনতামূলক ব্যবস্থা নেওয়া হয়ছে ।
হাতে স্যানিটাইজার , ও মুখে মাক্স ছাড়া কাউকেই মন্দিরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না । তবে মন্দির খুললেও পূর্ন্যার্থীদের ভীড় নেই । স্থানীয় কয়েকজন আজ মন্দিরে এসে পুজো দিয়েছেন। বহিরাগত পূর্ন্যার্থী একেবারেই নেই ।
See also  খন্ডঘোষের ওসিকে ইমাম সাহেব দের তরফ হতে সম্বার্ধনা জ্ঞাপন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি