বসনচণ্ডি ভাগ্যলক্ষী ক্লাবের উদ্যোগে কাইতি ফুটবল ময়দানে এক দিবসীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হলো। আজকের এই ফুটবল খেলায় অংশগ্রহণ করেছে আটটি দল। তাদের মধ্যে ছিল নোয়াপাড়া স্পোর্টিং ক্লাব, পাল্লারোড সহ অন্যান্য রা।
তবে আজকের এই ফুটবল টুর্ণামেন্টে কোন এন্ট্রি ফি রাখা হয়নি সম্পূর্ণ বিনামূল্যে খেলতে পারবেন যে কোন দল। আজকের এই ফুটবল টুর্নামেন্ট এই যে দল জয়লাভ করবে তাদের পুরস্কার স্বরূপ দেওয়া হবে কুড়ি হাজার টাকা নগদ এবং একটি ট্রফি। বিজিত দলকে দেওয়া হবে 15 হাজার টাকা এবং একটি ট্রফি।
আজকের ফুটবল টুর্ণামেন্টে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়না দু’নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সৈয়দ কলিমুদ্দিন, মাধবডিহি থানার সেকেন্ড অফিসার ,কাইতি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সুব্রত ঘোষ, কাইতি গ্রাম পঞ্চায়েতের প্রধান, রায়না 2 ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অসীম পাল, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আনসার আলী খান, থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিবর্গ রা। এমনটাই জানিয়েছেন ক্লাবের সম্পাদক দেবাশীষ দত্ত।
আজকের ফুটবল টুর্নামেন্ট কে কেন্দ্র করে সাধারণ মানুষের উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। আজকের এই খেলায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় আলিশান একাদশ কলকাতা বনাম পাল্লারোড পল্লী মঙ্গল সমিতি। খেলার চুড়ান্ত পর্বে টাইব্রেকার এর মাধ্যমে তিন এক গোলে বিজয়ী হয় আলিশান একাদশ কলকাতা।