আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

আবারো ট্যাক্সি চালকের সততার নজির

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

যেমনটা জানা গেছে মহেশতলার ময়না গড়ের বাসিন্দা ফুচকা বিক্রেতা রাজ কুমার সাউ নামে জনৈক এক ব্যক্তি তার পরিবার নিয়ে বিগত দশ বছর ধরে মহেশতলাতেই থাকেন। মেয়ের বিয়ের জন্য দেশের বাড়ি ঝাড়খণ্ডের ছাপড়া থেকে গয়না এবং নগদ টাকা সমেত বাবুঘাট থেকে সোমবার ২৮ শে ডিসেম্বর ট্যাক্সিতে করে মহেশতলায় ফিরে সমস্ত ব্যাগ নামিয়ে নিলেও গয়না এবং টাকা সমেত লক করা অ্যাটাচিটি নামাতে ভুলে যান। কিন্তু ব্যাগের সন্ধান যখন পরিবার করছিল তখন ওই ট্যাক্সিচালক ট্যাক্সি নিয়ে বাবু ঘাটের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিল।

বাধ্য হয়েই মহেশতলা থানায় একটি জিডি করে পেশায় ওই ফুচকা বিক্রেতা। তার পরিপ্রেক্ষিতেই মহেশতলা থানার সাদা পোশাকের পুলিশ রাস্তার বিভিন্ন সিসিটিভি ফুটেজ ক্ষতিয়ে ট্যাক্সিটি কে চিহ্নিত করেন। জানা যায় ওই ট্যাক্সিটি সেইদিন পার্ট টাইম হিসেবে চালাচ্ছিলেন রুপলাল রায় নামে জনৈক ব্যক্তি। শ্যাম বাজারের বাসিন্দা ওই ড্রাইভারের বাড়িতে গিয়ে ঠিক যে অবস্থায় অ্যাটাচিটি ছিল সেই অবস্থাতেই উদ্ধার করে মহেশতলা থানার পুলিশ। আজ ওই উদ্ধার হওয়া অ্যাটাচিটি রাজকুমার সাউ কে ফেরত দেওয়ার পাশাপাশি ট্যাক্সিচালক রুপলাল রায় কেও মহেশতলা থানা থেকে সংবর্ধনা দেওয়া হয়।

See also  আজকের দিন আপনার কেমন যাবে দেখে নিন এক ক্লিকে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি