কৃষ্ণ সাহা ( সেহারাবাজার ) :-
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হল সেহারাবাজার অঞ্চলে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং সেহারাবাজার পুলিশ ফাঁড়ির এবং সি আই সি সদর অফিসের যৌথ উদ্যোগেই এই কর্মসূচি। সেহারাবাজার সি কে ইনস্টিটিউশনের মাঠে সবমিলিয়ে বারটি বৃক্ষ রোপন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে সাহায্য করেছেন স্থানীয় পঞ্চায়েত এবং সিআইসি সদর অফিসের সকল কর্মকর্তারা। চারা গাছের মধ্যে বেশিরভাগই ছিল ফলের গাছ। ফলের গাছের পাতার আধিক্য বেশি হওয়ায় এই গাছ লাগানো হয়েছে এমনটাই জানালেন সি আই সি সদর সঞ্জয় কুণ্ডু।
বৃক্ষরোপণের তাৎক্ষণিক কোনো ফলাফল সেভাবে না মিললেও পরবর্তী 10-15 বছরে এক একটি বৃক্ষ পরিবেশে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। আগামী দিনে পরিকল্পনা রয়েছে আবারো বৃক্ষরোপণ কর্মসূচির। পরবর্তী পদক্ষেপে রয়না খণ্ডঘোষ মাধবডিহি এই তিনটি থানার অন্তর্গত বিভিন্ন অঞ্চলগুলিতে বৃক্ষরোপণ করা হবে। পরিবেশ দিবসের কারণে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিকভাবে শুরু আজকে হলেও পরবর্তী বেশ কয়েকদিন চলবে বলে জানা যাচ্ছে। উপস্থিত ছিলেন সি আই সি সদর সঞ্জয় কুণ্ডু, সেহারা বাজার পুলিশ ফাঁড়ির আই সি রাজেশ মাহাতো।