আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বছরের প্রথম দিনে সনোকা হসপিটালে করোনা আক্রান্ত মৃত ৮

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

করোনার দ্বিতীয় পর্যায়ে দেশে সংক্রমণ বাড়ছে হু হু করছে। তার সঙ্গে সঙ্গে বেড়েছে মৃত্যুর সংখ্যাও। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুসারে গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছে ২ লক্ষ ১৭ হাজার ৩৫৩ জন। অন্যদিকে দ্বিতীয় ঢেউয়ের জেরে দৈনিক মৃত্যু পর পর ৩ দিন হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ১৮৫ জনের।

এদিকে বাংলা নববর্ষের দিন করোনা আক্রান্ত হয়ে দুর্গাপুরের সনকা হাসপাতালে মৃত্যু হয়েছে ৮ জনের। হাসপাতালের দেওয়া রিপোর্ট অনুসারে গতকাল সকাল ৭টা থেকে আজ সকাল ৭ টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন ৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছেন ৯৪ জন। তাদের মধ্যে গতকাল ভর্তি হয়েছেন ১৪ জন। এদের মধ্যে অক্সিজন সাপোর্টে রয়েছেন ২৯ জন। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৭ জন।

এদিকে সনকা হাসপাতালের এই রিপোর্টে রীতিমতো চিন্তিত শহরবাসী। একে তো করোনার দ্বিতীয় পর্যায়ে সংক্রমণ বাড়ছে খুব দ্রত হারে। তার উপর নির্বাচনী প্রচারের মিটিং মিছিল ও বর্ষশেষের নানা অনুষ্ঠান উৎসবে মানুষের জমায়েত সেই চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে।

See also  স্বেচ্ছায় রক্তদান শিবির

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি