আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

শহীদ দিবসের দিন উত্তোলন করা দলীয় পতাকাকে নামিয়ে মাটিতে ফেলে তার উপর মল ত্যাগ করে মন্দিরের সামনে ফেলে দেওয়ার অভিযোগ উঠলো সারেঙ্গায়

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া : শহীদ দিবসের দিন উত্তোলন করা দলীয় পতাকাকে নামিয়ে মাটিতে ফেলে তার উপর মল ত্যাগ করে মন্দিরের সামনে ফেলে দেওয়ার অভিযোগ উঠলো সারেঙ্গায়। অভিযুক্তরা বিজেপি সমর্থক বলে দাবী শাসক দলের। ২১ শে জুলাই রাত্রে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের নেতুরপুর গ্রাম পঞ্চায়েতের বেলা টিকরি গ্রামে। তৃণমূলের দাবী, একুশে জুলাই উপলক্ষ্যে সারা রাজ্যের পাশাপাশি সারেঙ্গা ব্লক জুড়ে শহিদ দিবস পালন হয় এবং যোগদান কর্মসূচী চলে।

সারেঙ্গার বেলা টিকরি গ্রামেও চলে শহীদ দিবস পালন ও যোগদান কর্মসূচী হয়। ওই রাতেই অভিযুক্তরা তৃণমূলের উত্তোলন করা দলীয় পতাকার ডান্ডা ভেঙে পাতাকা নামিয়ে তার উপর মল ত্যাগ করে গ্রামের কালি মন্দিরে নামিয়ে রাখে বলে অভিযোগ। পাশাপাশি অভিযুক্তরা দুটি দোকান ও ভাঙচুর করে বলে অভিযোগ। সকালে ব্যাপাটি গ্রামবাসী ও তৃণমূল নেতৃত্বের নজরে এলে তারা প্রতিবাদ করেন ও সারেঙ্গা থানায় পাঁচ জন যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেণ।

এই বিষয়ে সারেঙ্গা ব্লক তৃণমূল সভাপতি সুব্রত মিশ্রের দাবী, “বিজেপি এলাকায় অশান্তি করার চেষ্টা করছে, আমরা শান্ত রাখার চেষ্টা করলেও ওরা যে কোন উপায়ে অশান্ত করার চেষ্টা করছে।” এই বিষয়ে তাঁরা পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানিয়ে দোষীদের শাস্তি জানিয়েছেন বলে বলে জানিয়েছে তৃণমূল নেতৃত্ব।যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। সারেঙ্গা মন্ডল ২ এর বিজেপি সভাপতি বিষ্ণুপদ গরাই এর দাবী, এটা বিজেপির সংস্কৃতি নয়। উলটে তাঁর দাবী, নেতুর গ্রাম পঞ্চায়েত প্রধানের বিভিন্ন কাজের প্রতিবাদ করায় মিথ্যা মামলায় বিজেপি কর্মীদের ফাঁসানো হচ্ছে ।

See also  এইবার সুজাতাম লাইফ স্টাইলের টি ভি সি অ্যাডে পায়েল সরকার

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি