প্রদীপ চট্টোপাধ্যায় বর্ধমান :- শাস্ত্র মতে বিদ্যার দেবী হলেন সরস্বতী। কিন্তু কালের নিয়মে সেই সরস্বতী দেবী যেন বাঙালির কাছে প্রেমের দেবী হয়ে উঠেছেন।আর দেবীর পুজোর দিনকটা বাঙালি তরুণ তরুণীদের কাছে ’ভ্যালেন্টাইন্স ডে’ হিসাবে পরিচিতি পেয়ে গিয়েছে।যার প্রতিচ্ছবি পূর্বের বছর গুলির মতো এই বছরও সরস্বতী পুজোর পরদিন দেখাগেল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে। বসন্তের এই দিনটা এখানকার আবাসিক ছাত্র ছাত্রীদের কাছে যেন ছিল এক অন্য প্রেমের দিন।তত্ত্বের ডালি আদান প্রদানের মধ্য দিয়েই যার প্রকাশ প্রস্ফুটিত হল ।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ চত্বরে রয়েছে একগুচ্ছ ছাত্রাবাস এবং ছাত্রীনিবাস। প্রতিবছর সরস্বতী পুজোয় আনন্দ উৎসবে মেতে ওঠেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।তার মধ্যে নজকাড়া থাকে,কয়েক দশক ধরে হয়ে চলা ঐতিহ্য মেনে
ছাত্র ও ছাত্রীদের মধ্যে তত্ত্ব আদান প্রদান। তারই মধ্যদিয়েই এক ফাঁকে সেরে ফেলা হয়ে যায় একে অপরের হাত ধরে মন দেওয়া নেওয়ার পর্ব।বিষয়টা এমন যেন চকোলেট, মিষ্টি, ফুল ইত্যাদি উপহার দেওয়ার মোড়কে আসলে মনের মানুষকে মনের কথা জানানো,ভাললাগা ও ভালবাসার সম্পর্ক তৈরির বীজ বপনের পথ তৈরি করা।
গোলাপবাগ ক্যাম্পাসে রয়েছে গার্গী, নিবেদিতা, সরোজিনী এবং মীরাবাঈ প্রভৃতি নামের ছাত্রীবাস (হোস্টেল)।আর রয়েছে চিত্তরঞ্জন, অরবিন্দ, নেতাজি, বিবেকানন্দ এবং রবীন্দ্র নামের ছাত্রাবাস।এমনিতে সারাবছর ছেলেদের হোস্টেলে মেয়েদের ও মেয়েদের হোস্টেলে ছেলেদের ঢোকার ক্ষেত্রে কড়াকড়ি থাকে।ব্যতিক্রম থাকে শুধুমাত্র সরস্বতী পুজোর কটাদিন। সত্তরের দশক থেকে রীতিমেনে সরস্বতী পুজোর পরের দিনটায় ছাত্র ছাত্রীদের একে অপরের আবাসে যাবার বিধি নিষেধের বাঁধন ছিন্নথাকে তত্ত্ব আদান প্রদানের জন্য। পরস্পরের আবাসে পৌছে যাবার এই দিনটিকে এক ঐতিহ্যের উৎসবের মতন করে পালন করেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাস এদিন অর্থৎ বৃহস্পতিবার সকাল থেকেই প্রেম মূর্ছনায় ভাসতে শুরু করে। বেলা গড়াতেই সুন্দর সাজে সজ্জিত হয়ে ছাত্রীরা হাতে ফুল,মিষ্টি ও উপহারের দিয়ে সাজানো তত্ত্ব নিয়ে ছাত্রাবাসের উদ্দেশ্যে রওনা দেয় । তত্ত্ব নিয়েই সটান ছাত্রাবাসে পৌছে যায় ছাত্রীরা।এরপর একই কায়দায় ছাত্ররাও তত্ত্ব হাতে নিয়ে ছাত্রীবাসে ঢোকে। রীতিমত ঢাক, কাঁসর ঘন্টা বাজিয়ে ছাত্র ছাত্রীরা তত্ত্ব আদান প্রদান সারেন। কার্যতই যেন ছাত্র ছাত্রীর রঙবেরঙের শাড়ি ও পাঞ্জাবি পড়ে ঢাকের বাদ্যি বাজিয়ে এদিন গোলাপবাগ ক্যাম্পাসে বসন্তের দ্যুতি ছড়ালেন।
এই রীতি কবে, কেন চালু হয়েছিল তা স্পষ্ট করে কেউ বলতে পারলেন না। তবে অনেকেই মনে করেন,“সত্তরের দশকে এই রীতি রেওয়াজের সূচনা হয়েছিল“ । এর কারণ হিসাবে মনে করা হয়,“বছরের অন্য সময় ছাত্রী আবাসনে ছাত্রদের প্রবেশের খুব একটা সুযোগ থাকে না। সরস্বতী পুজোর সময় এক আবাসন থেকে অন্য আবসনে যাওয়ার সেই রুদ্ধদ্বার খোলা হয়। আর সরস্বতী পুজোর পরের দিনটা তত্ত্ব আদান প্রদানের মাধ্যমে মনের মানুষের একটু কাছাকাছি আসার সুযোগ হয়। তবে ছাত্রছাত্রীদের মতে, এই অনুষ্ঠানের মাধ্যমে বন্ধুত্বের সুসম্পর্ক আরও নিবিড় হয়“। তবে যে যাই বলুক, বসন্তের এই দিনতো প্রেমেরই দিন। তাই প্রেম নিবেদনের সুবর্ণ সুযোগ এদিন পড়ুয়াদের কেউই হাতছাড়া করতে চাইলেন না
তত্ত্ব আদান প্রদানে অংশ নেওয়া প্রভাত মণ্ডল,
শুক্লা সাহারা বলেন,এবছর কাকতালিয় ভাবে ১৪ ফেব্রুয়ারি ’ভ্যালেন্টাইন্স ডের’ দিনেই পড়েছিল
সরস্বতী পুজোর তিথি। তাই এবছর সরস্বতী পুজোটা এক আলাদা মাত্রা পেয়ে গিয়েছে।তাই সরস্বতী পুজো ও তত্ত্ব আদান প্রদান খুব ভালো ভাবে করা গেছে।মনের মানুষের মনের ভাব বিনিময়ও হওয়ায় এদিন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের
ছাত্র ছাত্রীদের আনন্দে উছাসের প্রকাশও ছিল বাঁধভাঙা।