আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

আসানসোল থেকে ফেরার পথে বর্ধমানের জৌগ্রামে জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়লো মন্ত্রী বেচারাম মান্নার গাড়ি

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রদীপ চট্টোপাধ্যায়

 

 

আসানসোল ও বার্নপুরে কৃষিজ বিপণন দপ্তরের সুফল বাংলা বিপনী উদ্বোধন করে ফেরার পথে দু’নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়লেন রাজ্যের প্রতিমন্ত্রী বেচারাম মান্না। মঙ্গলবার বিকেল ৪টে ২০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে,পূর্ব বর্ধমানের জামালপুর থানার জৌগ্রাম এলাকায় দু’নম্বর জাতীয় সড়কে।

 

 

 

 

 

 

 

 

 

 

দুর্ঘটনায় মন্ত্রীর গাড়ির সামনের অংশের আংশিক ক্ষতি হলেও মন্ত্রী কিংবা তার গাড়ি চালক কারোরই তেমন গুরুতর আঘাত লাগেনি। তবে মন্ত্রীর পাইলট কারের সামনে থাকা একটি চারচাকা গাড়ি সঙ্গে পাইলট করের ধাক্কা লাগলে ওই চার চাকা গাড়িটা জাতীয় সড়ক থেকে পাশের জমিতে নেমে যায়। খবর পেয়ে জামালপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের তরফে মন্ত্রীর জন্য অন্য একটি গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়।সেই গাড়ি চড়ে মন্ত্রী বেচারাম মান্না সিঙ্গুরের উদ্দেশ্যে রওনা দেন।

 

 

 

 

 

 

 

 

 

 

পুলিশ জানিয়েছে, সরকারি কর্মসূচি সেরে এদিন বিকালে মন্ত্রী বেচারাম মান্না তার চার চাকা গাড়িতে চড়ে দু’নম্বর জাতীয় সড়ক ধরে আসানসোল থেকে ফিরছিলেন। চালকের পাশের আসনেই বসেছিলেন মন্ত্রী। জাতীয় সড়কে গর্ত বাঁচিয়ে যাওয়ার সময় মন্ত্রীর গাড়ির আগে আগে থাকা পাইলট কারের চালক নিয়ন্ত্রণ হারান। পাইলট কারটি সামনে থাকা একটি চারচাকা গাড়ির পেছনে ধাক্কা মেরে বসে ।

 

 

 

 

 

 

 

 

সেই ধাক্কায় বেসামাল হয়ে ওই চারচাকা গাড়িটি দু’নম্বর জাতীয় সড়কের পাশে জমিতে নেমে যায়। এই দুর্ঘটনার সময় মন্ত্রীর গাড়ি চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পাইলট কারের পেছনে ধাক্কা মারে। তাতেই মন্ত্রীর গাড়ির সামনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ দাবি করেছে, কোন গাড়িরই চালক বা আরোহী কেউই গুরুতর চোট, আঘাত পায়নি।

 

 

 

See also  রাজ্যপালের প্রতি এই রাজ্যের মুখ্যমন্ত্রী ও স্পিকারের আচরণও অত্যন্ত অশোভনীয়- বললেন সুকান্ত

 

 

 

 

 

 

 

 

 

দুর্ঘটনার পর ১৫ মিনিটের মধ্যে পুলিশের তরফে মন্ত্রীর জন্য বিকল্প একটি গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়। সেই গাড়িতে চড়েই মন্ত্রী বেচারাম মান্না সিঙ্গুরের উদ্দেশ্যে রওনা দেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

পুলিশ সূত্রে এও জানা গিয়েছে যে চার চাকা গাড়িটি জাতীয় সড়ক থেকে জমিতে নেমে যায় সেই গাড়িতে চালকসহ চারজন আরোহী ছিলেন। তারা সকলেই কলকাতার বাসিন্দা বলে পুলিশ জেনেছে। নতুন চারচাকা গাড়ি কিনে তারা তারাপীঠে পুজো দিতে গিয়েছিলেন। সেখান থেকেই তারা এদিন জাতীয় সড়ক ধরে ফিরছিলেন। চারচাকা গাড়ির কোন আরোহীর তেমন গুরুতর আঘাত বা চোট লাগেনি বলে পুলিশ জানিয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

মন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন, তার কনভয়ের সামনে পাইলট কারের আগে আচমকাই একটি চারচাকা গাড়ি ঢুকে পড়ে। তখনই পাইলট কারটি ওই চারচাকা গাড়ির পেছনে ধাক্কা মেরে বসে। পাইলট কারের পেছনে থাকা আমার গাড়ি সঙ্গে পাইলট কারের ধাক্কা লাগলে আমার গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। সতর্ক থাকার জন্য প্রাণে বেঁচে গিয়েছি। তবে আমার ঘাড়ে ও হাঁটুতে অল্প বিস্তর আঘাত লেগেছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি গুলি আটক করে পুলিশ দুর্ঘটনা তদন্ত করছে বলে মন্ত্রী জানিয়েছেন ।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি