আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সংবিধান দিবসে বাবাসাহেবের মূর্তির পাদদেশে দিনভর সম্মান-স্মরণ, রক্তদান ও স্বাস্থ্য শিবিরে উৎসবমুখর মেমারি

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

সংবিধান দিবস উপলক্ষে মেমারি বাবাসাহেব আম্বেদকর স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে মঙ্গলবার দিনভর নানা কর্মসূচির আয়োজন করা হয়। মেমারির নুদিপুর মোড়ে অবস্থিত বাবাসাহেবের মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য প্রদানের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।

মাল্যদান করেন স্মৃতি রক্ষা কমিটির সভাপতি ডাঃ সুশীল মুর্মূ, সম্পাদক ও জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ তথা মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নিত্যানন্দ ব্যানার্জী, প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য্য সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এরপর বর্ধমান শহীদ শিবশঙ্কর সেবা সমিতির রশ্মি ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় রক্তদান শিবির এবং ওয়েস্ট বেঙ্গল আদিবাসী ডক্টর অ্যাসোসিয়েশন ও বর্ধমান অ্যাপোলো হাসপাতালের সহযোগিতায় স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

কর্মসূচি পরিদর্শনে আসেন আমেরিকার লাস ভেগাসের নিভেজা হাসপাতালের অধ্যাপক ও কার্ডিওলজিস্ট ডাঃ বুদ্ধদেব দাঁ। বাবাসাহেবের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করার পাশাপাশি প্রথম রক্তদাতার হাতে শংসাপত্র তুলে দেন তিনি। কর্মসূচির সফলতার স্বীকৃতিস্বরূপ তিনি স্মৃতি রক্ষা কমিটির সহ-সভাপতি তারকনাথ সাহাকে আর্থিক সহায়তাও প্রদান করেন।

বুধবার দুপুরের পর কাটোয়ার বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী এবং পূর্ব বর্ধমানের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ জয়রাম হেমরম উপস্থিত হয়ে বাবাসাহেবকে শ্রদ্ধা জানান।

বিকেলের অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের দশজন সেরা ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠানে আদিবাসী সমাজের প্রখ্যাত শিল্পী রথীন কিস্কু সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানের সমাপ্তি টানেন।

See also  কে এলো, কে গেলো তাতে কিছু যায় আসে না। নাম না করে কাকে ইঙ্গিত করে মন্তব্য করলেন কাজল শেখ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি