সৌগত মন্ডল ( নলহাটি ) :- মহরমের রক্ত মাটিতে না ঝরিয়ে বোতলে ভরে মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মহরম উপলক্ষে মঙ্গলবার এর এই রক্তদান শিবির টি বীরভূম জেলা নলহাটির নজরুল পল্লীসংলগ্ন মসজিদ চত্বরে অনুষ্ঠিত হয়। এই শিবিরটি পরিচালনা করে নলাটি নজরুল-পল্লী মহরম সংগঠন।
উক্ত শিবিরে উপস্থিত ছিলেন, নলহাটি পৌরসভার পৌরপিতা রাজেন্দ্র প্রসাদ সিং, স্থানীয় কাউন্সিলর রমেশ মহেশ্বরী, প্রাক্তন বি এম ও এইচ সহ অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই শিবিরে বহু মানুষ স্বেচ্ছায় রক্ত দান করেন।
মহিলাদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। উদ্যোক্তা দের পক্ষ থেকে বদোরুজ্জা জানান, এইমহামারী করোনাভাইরাসে বিভিন্ন জায়গায় রক্তের সংকট মেটাতেই আমাদের এই উদ্যোগ। প্রয়োজনে ভবিষ্যতেও আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করব।আজ মোট, ৭০ জন রক্ত দান করেছে, সকলেই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ”