বর্ধমান দক্ষিণ বিধানসভার পক্ষ থেকে বাংলার গর্ব মমতা কর্মসূচির সম্মেলন অনুষ্ঠিত হলো পান্থশালায়। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গের 294 টি বিধানসভার বিধায়ক এবং জেলা সাংবাদিকদের নিয়ে সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত করার কথা বলেছেন। দুর্ভাগ্যবশত দক্ষিণ এর বিধায়ক মাননীয় রবিরঞ্জন চট্টোপাধ্যায় এর শারীরিক অসুস্থতার কারণে তিনি এই সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি।
এই সাংবাদিক সম্মেলনে প্রধানত সুপার সাইক্লোন আমফান এবং করোণা মহামারী নিয়ে আলোচনা করা হয়। এদিন মুখ্যমন্ত্রীর করোনা মোকাবিলা কর্মসূচি ও তার সুফল সম্পর্কে এবং কেন্দ্রীয় সরকারের ভুল ত্রুটি গুলি নিয়ে বিধায়কদের মধ্যে আলোচনা হয়। করোনা মোকাবিলায় মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক গৃহীত প্রত্যেকটি পদক্ষেপ করোণা মোকাবিলায় রাজ্যে কিভাবে ফলপ্রসূ হয়েছে সুসম্পর্কের সঠিক ছবি মানুষের সামনে তুলে ধরার দায়িত্ব তুলে দেওয়া হয় সাংবাদিকদের কাঁধেই।
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মিথ্যা মন্তব্যের সরাসরি প্রতিবাদ করলেন বিধায়কেরা। আম ফান বিপর্জয় এবং করোণা সংক্রমণ রুখতে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপ গুলির ফলাফল প্রত্যক্ষ করতে পরিযায়ী শ্রমিকদের জন্য প্রস্তুত কোয়ারেন্টাইন সেন্টার গুলি লক্ষ্য করলেই বোঝা যায়। দেশের অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গ করোনা মোকাবিলায় এগিয়ে এবং করোনা জয়ীর সংখ্যা অন্যান্য রাজ্যে তুলনায় বাংলাতেই বেশি বলে দাবি করেন বিধায়করা।
এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন টিএমসিপি নেতা খোকন দাস, প্রাক্তন কাউন্সিলর শাহাবুদ্দিন খান, টিএমসিপি ছাত্র পরিষদের নেতা রাসবিহারী হালদার,উপস্থিত ছিলেন আব্দুল রব সহ শিবু ঘোষ।