আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পূর্ব বর্ধমান জেলা পুলিশের এক শীর্ষ কর্তার সম্পর্কে ফেসবুকে আপত্তিকর পোস্ট – গ্রেফতার ২ বিজেপি সমর্থক

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

 

প্রদীপ চট্টোপাধ্যায় 

সোশ্যাল মিডিয়ায় পূর্ব বর্ধমান জেলা পুলিশের এক শীর্ষ কর্তার সম্পর্কে আপত্তিকর পোস্ট করার অভিযোগে গ্রেফতার হল দুই বিজেপি সমর্থক ।ধৃতদের নাম তাপস বিশ্বাস ও জয়ন্ত নায়েক ওরফে নয়ন রায়। জেলার মেমারি থানার মোবারকপুরের কালিতলায় তাপসের বাড়ি। অপর ধৃত জয়ন্তর ওরফে নয়নের বাড়ি কালনা থানার ইসাবপুরে। মেমারি থানার পুলিশ বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে।ধৃতদের শুক্রবার পেশ করা হয় বর্ধমান আদালতে । তদন্তের প্রয়োজনে ধৃতদের ১০ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানান তদন্তকারী অফিসার ।সিজেএম রতন কুমার গুপ্তা ধৃতদের ৫ দিন পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন ।

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেমারি থানায় হামলা চালানোর অভিযোগে পুলিশ কয়েকদিন আগে বিজেপির কয়েকজনকে গ্রেফতার করে। ঘটনার দিন পুলিশ বিজেপি কর্মীদের বেধড়ক পেটায় বলে অভিযোগ তোলে বিজেপি নেতারা । তা নিয়ে তারা ‘এসডিপিও ’ কে দায়ী করে ফেসবুকে তাঁর সম্পের্ক নানা আপত্তিকর পোস্ট করা শুরু করে । সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়। বিষয়টি নজরে আসার পরেই মেমারি থানার ওসি সুদীপ্ত মুখোপাধ্যায় অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ তদন্তে নামে ।তদন্তে নেমে পুলিশ কর্তারা দেখেন , নয়ন রায়ের নামে খোলা ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই সব আপত্তিকর পোস্ট করা হয়েছে। পুলিশ আরও জানতে পারে বিজেপির এক প্রভাবশালী নেতা সহ কয়েকজনের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে তার মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর প্রচার চালানো হচ্ছে।

পুলিশ এমন ধরণের ৯টি ফেসবুক অ্যাকাউন্টের হদিশও পেয়েছে ।পুলিশ জেনেছে ওইসব অ্যাকাউন্টের বেশিরভাগ জয়ন্ত-ই চালাতো । পুলিশের দাবি জয়ন্ত ওরফে নয়ন এবং তাপস দু’জনেই বিজেপি সমর্থক বলে এলাকায় পরিচিত ।পুলিশ ওই সব ফেসবুবক প্রোফাইল খতিয়ে দেখে এবিষয়ে আরও নিশ্চিৎ হয়েছে । দুই ধৃতকে হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ প্রভাবশালী বিজেপি নেতা সহ বাকিদের নাগাল পেতে চাইছে ।বর্ধমান সাইবার থানার এক অফিসার বলেন, অন্যের ফোন নম্বর ব্যবহার করেও বেশ কয়েকটি ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছে। সেই অ্যাকাউন্টগুলি থেকে নানা উস্কানিমূলক প্রচার চালানো হচ্ছে । যাদের ফোন নম্বর ব্যবহার করে অ্যাকাউন্ট খোলা হয়েছে তাদেরও জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পুলিশ ।

See also  পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলায় এলাকায় চাঞ্চল্য

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি