আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ডাফরিন হাসপাতালে নার্সের শ্লীলতাহানি

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রথীন রায় :-  হাসপাতালের পরিবেশ চিকিৎসার স্থান, কিন্তু কি ভাবে ঘটলো এমন ঘটনা ? লেডি ডাফরিন হাসপাতালে এবার উঠলো নার্সের শ্লীলতাহানির অভিযোগ ! এই হসপিটালের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক রাজেশ বিশ্বাস ! ২ দিন আগেই টাকা নিয়ে অস্ত্রোপচার করার অভিযোগ উঠে এসেছিলো তাঁর বিরুদ্ধে ! এবার সেই চিকিৎসকের বিরুদ্ধেই উঠলো শ্লীলতাহানি অভিযোগ ! পরিস্থিতির জেরে উত্তপ্ত হাসপাতাল ! (Kolkata)মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয় অভিযুক্ত চিকিৎসক নানা ভাবে এক জুনিয়র নার্সকে হেনস্থা করেন ! ২৩ তারিখ সন্ধায় ওটিতে ঢোকার আগে ওই চিকিৎসক তাঁর গায়ে হাত দেন ! এমনকী দুর্ব্যবহার করে, অশ্লীল ইঙ্গিতও করা হয় !

 

সংবাদমাধ্যমের সংঘে মুখ মুখী হয়ে ওই নার্স জানান, এই বিষয়টি চেপে রাখার জন্য তাঁকে পীড়াপীড়ি করা হয় ! যাতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সে এই বিষয়টি না জানায় ! এমনকি তাকে বদলির হুমকিও দেওয়া হয় ! এরপরই মুচিপাড়া থানার দ্বারস্থ হন ওই নার্স ! চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন তিনি ! শনিবার হাসপাতালে বিক্ষোভ দেখায় নার্সেস ইউনিটি ! অভিযুক্ত চিকিৎসকের কঠোর শাস্তির দাবিতে সরব হয় নার্সদের সংগঠন ! এরপর তাঁরা হসপিটালে এসে, হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে চাইলে , তাঁদের দীর্ঘক্ষণ হাসপাতালের বাইরে দাঁড় করিয়ে রাখা হয় ! ভিতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ আসে ! ঘটনার জেরে হাসপাতালে পুলিশ বসানো হয় ! নার্সেস ইউনিটির তরফে ভাস্বতী মুখোপাধ্যায় জানিয়েছেন, ” মুখ বন্ধ রাখার জন্য আমাদের বারবার হুমকি দেওয়া হচ্ছে ! আমরা আমাদের রক্ষা করতে থাকলে রুগী কখন দেখবো ? “

 

প্রসঙ্গত , দু’দিন আগেই একজন মহিলার ডেলিভারি করার জন্য তিনি সেই রোগীর স্বামীর থেকে ১২ হাজার টাকা নেন ! রোগী স্বাস্থ স্বাথী কার্ডের আওতায় থাকার পরেও ! সেই বিষয়ে রোগীর স্বামী হাসপাতাল কর্তৃপক্ষ কে জানালে ডা.বিশ্বাস সেই অভিযোগ অস্বীকার করেন ! এদিকে চিকিৎসক রাজেশ বিশ্বাসের দাবি, “এই অভিযোগ পুরোপুরি মিথ্যা ! ষড়যন্ত্র করে তাঁকে বার বার হেনস্থা করা হচ্ছে ! পুলিশ তদন্ত করছে, অপরাধী শাস্তি পাবেন এমনটাই মনে করছেন আমজনতা !!

See also  ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া অস্ত্রসহ দু জনকে গ্রেপ্তার করলো বাঁকুড়া ছাতনা থানার পুলিশ।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি